টোকিয়ো অলিম্পিক্সে হতাশা ছাড়া কিছুই জোটেনি। কিন্তু বিশ্ব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মেয়েদের এবং মিক্সড টিম রূপোর পদক নিশ্চিত করে ফেলেছে।যুক্তরাস্ট্রের আঙ্কতুনে চলছে এই প্রতিযোগিতা।
বিশ্ব সেরার এই লড়াইয়ে ভারত প্রথমবের সোনার পদক পাওয়ার দৌড়ে সামিল ছিল।এই প্রতিযোগিতায় ১০ বার অংশ নিয়ে ৮ বার ফাইনালে লড়েছে। প্রতিবারই রূপোর পদকেই থেমে গেছে।
এবারের টুর্নামেন্টের ভারতের দুই তারকা মিক্সডের জুটি অভিষেক ভার্মা এবং জ্যোতি সুরেখা ভেন্নাম র্যা ঙ্কিং রাউন্ডে চতুর্থ স্থানে ছিলেন। একসময় এক পয়েন্টে এগিয়ে থেকেও ৪ পয়েন্টে পিছিয়ে পড়েন। কলম্বিয়া টিমের দাপট শুরু হয়। শেষমেষ ১৫০-১৫৪ তে হেরে যেতে হয় পয়লা নম্বরের লড়াইয়ে।
The compound team podiums at the worlds. ?#worldchampionships #archery pic.twitter.com/yHuMNyFqe7
— World Archery (@worldarchery) September 25, 2021
টুর্নামেন্টের সপ্তম বাছাই মেয়েদের জুটি জ্যোতি, মুসকান কিরার আর প্রিয়া গুরজার ৫ পয়েন্টের (২২৪-২২৯)ব্যবধানে হেরে যান কলম্বিয়ার ত্রয়ী- সারা লোপেজ,আলেজান্দ্রা উসকুইয়ানো এবং নোরা ভালডেজের কাছে। শুরুতে দুই দলের পয়েন্ট ছিল: ৫৮-৫৮।ভারতীয় দল দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে লাল বৃত্তে তীর ছুঁড়ে।এ্ররপর আর কলম্বিয়াকে রোখা যায়নি। এবার নিয়ে তৃতীয়বার খেতাব জিতল মেয়েদের দল। প্রথমবার জিতেছিল-২০১৭ সালে।
Colombia ?? is the compound women’s team world champion! ?? #WorldChampionships pic.twitter.com/VrO7Oywy87
— World Archery (@worldarchery) September 24, 2021
মিক্সড জুটির লড়াইয়ে এক পয়েন্টে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪ পয়েন্টের ব্যবধানে ম্যাচটি হেরে সোনার পদক হাতছাড়া করে।
ব্যক্তিগত বিভাগের লড়াইয়ে শেষ আটে আছেন, ভার্মা এবং জ্যোতি। আর রিকার্ভ বিভাগে আছেন-অঙ্কিতা ভকৎ। রবিবার তাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
ছবি: সৌ-টুইটার