স্পোর্টস ডেস্ক: মাঠে উত্তেজনাপূর্ণ মুহূর্তে নিজেকে ধীর স্থির রাখার জন্য বিখ্যাত মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। সে কারণেই তাঁর নামের আগে যোগ হয়েছে ‘ক্যাপ্টেন কুল’ (Captain Cool) উপাধি। সেই ‘ক্যাপ্টেন কুল’ শব্দবন্ধটিকে ট্রেডমার্ক (Trade Mark) হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছিলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক। সেই আবেদন কলকাতার ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিসে (Trade Mark Registry Office) আপাতত অনুমোদিত হয়েছে।
২০২৩ সালের জুনে পেশ হওয়া আবেদনটি এই বছরের জুনে গৃহীত এবং সেই মতো বিজ্ঞাপিত হয়েছে। ওই সংস্থার এই বছরের ১৬ জুনের জার্নালে তা প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে কারও কোনও আপত্তি আছে কি না তা জানানোর স্বার্থে। ১৬ জুন থেকে ১২০ দিনের মধ্যে ওই শব্দবন্ধটি ট্রেডমার্ক হিসেবে ধোনিকে দেওয়ার ব্যাপারে কারও কোনও আপত্তি থাকলে, তা ওই অফিসে জানাতে হবে। কোনও আপত্তি না আসলে তা চূড়ান্তভাবে ধোনির ‘ট্রেডমার্ক’ হিসেবে পরিগণিত হবে।
আরও পড়ুন: দুর্ঘটনার জন্য দায়ী RCB! কী বলল ট্রাইবুন্যাল?
শিক্ষা, প্রশিক্ষণ, বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এমন শব্দবন্ধকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের অনুমতি চাওয়া যায়। তবে ধোনি ওই শব্দবন্ধকে ক্রীড়া প্রশিক্ষণ এবং কোচিং-এ জন্য ব্যবহারের জন্য অধিকারের আবেদন করেছিলেন।
দেখুন অন্য খবর: