স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলায় এমন কিছু রেকর্ড আছে যা অতিক্রম করা অসম্ভব বলে মনে হয়। যেমন স্যর ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman) ব্যাটিং গড় কিংবা ব্রায়ান লারার (Brain Lara) এক ইনিংসে ৪০০। এই দ্বিতীয়টা ভেঙে ফেলতে পারতেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার (Wiaan Mulder)। কিন্তু দলের স্বার্থের কথা ভেবে নিজের স্বার্থ ত্যাগ করলেন। অপরাজিত ৩৬৭ রানে থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করলেন মুল্ডার।
দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ের (SA vs Zim) টেস্ট ম্যাচ চলছে। তবে এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। সে কারণেই প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) খেলেননি। এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মুল্ডার। তিনি চাইলেই আরও ৩৪ রান করে ডিক্লেয়ার করতে পারতেন, কিন্তু সে পথে হাঁটেননি।
আরও পড়ুন: এজবাস্টনে উপমহাদেশের মতো পিচ মন্তব্যে ট্রোলের মুখে স্টোকস
৩৬৭ রানে অপরাজিত থেকে লাঞ্চে গিয়েছিলেন মুল্ডার। ক্রিকেট দুনিয়ায় সাড়া পড়ে যায়, ২১ বছর পর হয়তো ত্রিনিদাদের রাজপুত্রের রেকর্ড বেদখল হয়ে যাবে। কিন্তু কোনও লাঞ্চ শেষ হতেই ডিক্লেয়ার করার সিদ্ধান্ত জানিয়ে দেন মুল্ডার। লারাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত কি না এখনও জানা যায়নি। এমনটা হতেও পারে।
৩৬৭ রানের ইনিংস খেলতে মুল্ডার নিয়েছেন ৩৩৪ বল নিয়েছেন। মেরেছেন ৪৯টি চার এবং চারটি ছয়। অর্থাৎ বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতেই তুলে নিয়েছেন ২২০ রান। লারার রেকর্ড অক্ষত থাকলেও অধিনায়ক হিসেবে কেরিয়ারের প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড নিজের নামে করে ফেলেছেন প্রোটিয়া ব্যাটার।
দেখুন অন্য খবর: