ওয়েব ডেস্ক: আইপিএল (IPL 2025) শেষ হবে ২৭ মে। প্লে-অফে উঠবে চারটি দল, আর বাদ পড়া ছ’টি দলের ভারতীয় ক্রিকেটারদের নিয়েই গঠিত হবে প্রথম বহর। তাঁদের নিয়েই আগামী ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। এখনও ইংল্যান্ড সফরের চূড়ান্ত দল ঘোষিত না হলেও, সফরের রূপরেখা ও যাত্রার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। ৩ জুন আইপিএলের ফাইনালের পরে শুরু হবে টেস্ট মিশনের প্রস্তুতি।
জানা গিয়েছে, প্লে-অফে অংশ না নেওয়া ক্রিকেটাররাই প্রথম দলে থাকবেন। পরে প্লে-অফ খেলা ভারতীয় ক্রিকেটাররা যুক্ত হবেন দলের সঙ্গে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পুরো দল একসঙ্গে যাচ্ছে না। ইতিমধ্যে সফরের শুভ সূচনা করতে গিয়ে গম্ভীর পুজো দিলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। কঠিন সফরের আগে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াতেই এই আচার পালন করেছেন তিনি।
আরও পড়ুন: বিরাটকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বিয়ার আনল বাডওয়েইজার
এই সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে হারের পর, এবার গম্ভীরের লক্ষ্য ইংল্যান্ডে দলকে ঘুরে দাঁড় করানো। তবে এই যুদ্ধে থাকছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন—তাঁরা ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে গম্ভীর এবার ভরসা রাখছেন তরুণ মুখদের উপর।
ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের অনেকেই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁরা সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে ২৫ মে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত এ দল। এই দল থেকেই কয়েকজন ক্রিকেটার পরবর্তীতে মূল দলে সুযোগ পেতে পারেন। খুব শিগগিরিই ভারত এ দলের নাম ঘোষণা করা হবে বলেও খবর।
দেখুন আরও খবর: