ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস, আপনাদের সঙ্গে আমি অমৃতা।
গোটা দেশ কাবু হয়ে পড়েছে আইপিএল-জ্বরে (IPL)। আবার বহু দিন পরে মাঠে ফিরেছেন চিয়ারলিডাররা (Cheerleader)। আইপিএলের প্রথম সংস্করণ থেকে করোনার আগে পর্যন্ত চিয়ারলিডাররা মাঠে ছিলেন। মাঝে করোনা এবং বিভিন্ন কারণে আইপিএলে চিয়ারলিডার না থাকলেও তা এ বার ফেরানো হয়েছে।
কিন্তু আইপিএলে কী ভাবে চিয়ারলিডার হওয়া যায়? এর জন্যে কি আলাদা করে কোনও প্রশিক্ষণ বা শিক্ষাগত যোগ্যতা লাগে? কারা চিয়ারলিডার হতে পারেন?
এতগুলো প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক।
* চিয়ারলিডার হতে গেলে আলাদা করে কোনও যোগ্যতা লাগে না
* সুস্বাস্থ্যের অধিকারী হলেই চিয়ারলিডার হওয়া সম্ভব
* নিজেকে ছিপছিপে, তন্বী রাখতে হবে
* মনে রাখতে হবে, দর্শকের মনোরঞ্জনই তাদের আসল কাজ
* শিক্ষিত হওয়াও অবশ্য কর্তব্য
আরও পড়ুন: Talk on Facts | Tube light | Water | টিউবলাইটের সমস্যা এবং জল খেলে জরিমানা, আজকের টক অন ফ্যাক্টসে
* সাবলীলভাবে ইংরেজি বলতে জানতে হবে
* শুধু মেয়েরা নন, ছেলেরাও চিয়ারলিডার হতে পারেন
* প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে
* বিদেশে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে, যারা চিয়ারলিডার হওয়ার জন্যে প্রশিক্ষণ দেয়
* কোর্সও রয়েছে, পড়াশোনা এবং ব্যবহারিক পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই শংসাপত্র পাওয়া যায়