মেলবোর্ন: দীর্ঘ ১০ মাসের অপেক্ষা৷ অবশেষে মিল হল বাবা-মেয়ের৷ মেলবোর্নে স্ত্রী, কন্যার কাছে ফিরলেন কিংবদন্তী তারকা ওয়াসিম আক্রম৷ দশ মাস পর বাবাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত মেয়ে আইলা আক্রম৷ সেই ছবি সোশ্যাল সাইটে না দিয়ে পারলেন না আক্রমও৷
করোনার ভয়াবহতা৷ সেই সময় পাকিস্তানে ছিলেন আক্রম৷ আর তাঁর স্ত্রী ও মেয়ে ছিল মেলবোর্নে৷ করোনবার সংক্রমণ আটকাতে পাকিস্তান সহ বেশ কিছু দেশের বিমান যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার৷ সেই থেকেই মেয়ের কাছে যেতে পারেননি আক্রম৷ বাবাকে কাছে না পেয়ে মন খারাপ ছিল মেয়েরও৷
Finally seeing my daughter after 10 months apart! Thank you @iamshaniera for raising such a beautiful little princess while we have been apart #HappyDays #Australia pic.twitter.com/EbyCTOKzZp
— Wasim Akram (@wasimakramlive) September 4, 2021
করোনার প্রভাব ধীরে ধীরে খানিকটা কমেছে৷ তাতেই নিয়মে শীথিলতা৷ মেলবোর্নে যাওয়ার ছাড়পত্র পেয়েই যাত্রা শুরু করে দিয়েছিলেন৷ অস্ট্রেলিয়ায় নেমে কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে শনিবারই সমস্ত অপেক্ষার অবসান৷ বাবাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে আইলা৷ তেমনই উচ্ছ্বসিত কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আক্রমও৷