দুবাই: লিওনেল মেসির পাশে বিরাট কোহলি| বিশ্বকাপে নামার আগেই ভারত অধিনায়কের মুকুটে নতুন পালক| দুবাইয়ের মাদাম তুসোর উদ্বোধনে বিরটের মোমের মূর্তি| পাশে লিওনেল মেসি, মার্কিন পপ তারকা রিহানা|
গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ| আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া| তার আগে অবশ্য প্রস্তুতি ম্যাচে নেমে গিয়েছে তারা|
সেই বিশ্বকাপে নামার আগই বিরাটের জন্য নতুন সুখবর| টি টোয়েন্টিরপ জার্সিতে বিরাটের মোমের মূর্তি উন্মোচিত হল মাদাম তুসোয়| দুবাইয়ে এই প্রথমবার লন্ডনের মাদাম তুসোর শাখা তৈরি হয়েছে| সেখানেই বিশ্বের সেরা ৬০ জন তারকার মোমের মূর্তি রেখেছে তারা|
এই নতুন মাদাম তুসোয় সেরা তারকাদের মধ্যেই ভারতের একমাত্র তারকা বিরাট কোহলি| গত ১৪ অক্টোবর দুবাইয়ে উদ্বোধন হয়েছে মাদাম তুসোর| সেদিনই উন্মোচিত হয়েছে বিরাটের মোমের মূর্তিও| যেখানে পুরনো টি টোয়েন্টি জার্সিতেই ব্যাটিংয়ের স্টাইলে দাঁড়িয়ে রয়েছেন তিনি|
আর সেই মূর্তি দেখেই আপ্লুত সকলে| বিরাটের সঙ্গে হুবুহু মিল সই মূর্তির| যদিও বিরাট অবশ্য এখনও সেখানে আসেননি| বিশ্বকাপের মাঝে কিংবা শেষে নিজের মূর্তি দেখত আসেন কিনা সেটাই দেখার|