ভারতীয় অ্যথলিটদের উজ্জীবিত করতে বিরাট বার্তা কোহলির| দেশবাসীকে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক|
আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক| ২৪ জুলাই অতনু দাস এবং দীপিকা কুমারিদের দিয়ে ভারতীয়দের যাত্রা শুরু টোকিও অলিম্পিকের মঞ্চে|
তাদেরই আরও উজ্জীবিত করতে ডারহ্যাম থেকে ভারত অধিনায়ক বার্তা চিয়ার ফর ইন্ডিয়া| তাদের সাফল্যের কামনাও করেছেন তিনি| সেইসঙ্গে চিয়ার ফর ইন্ডিয়া, এই স্লোগানেই এবারের অলিম্পিয়ানদের পাশে থাকার আবেদনও জানিয়েছেন তিনি|
রবিবার সকালেই টোকিও পৌঁছে গিয়েছেন ৮৮ সদস্যের ভারতীয় দল| আপাতত তিন দিনেকর কোয়ারেন্টাইন| অলিম্পিকে একের পর এক করোনা আক্রান্ত হওয়ায়, বায়োবাবল যে আরও কঠোর হবে তা বলাই বাহুল্য|
অলিম্পিকের মঞ্চে এবারই সবচেয়ে ভারতীয় অ্যাথলিট অংশগ্রহন করছে| এখন শুধুই তাদের সাফল্যের অপেক্ষায় সকলে|