মুম্বই: প্রথম টেস্টে তিনি নেই| দ্বিতীয় টেস্ট থেকেই ফের ভারতীয় দলে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি| টি টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল| ছুটিতে রয়েছেন ঠিকই, কিন্তু প্রস্তুতিতে খামতি নেই বিরাটের|
দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলি| সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানেই মুম্বইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক| টেস্টের মঞ্চেই ফের রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি|
👁➡️ pic.twitter.com/miClG0jO3r
— Virat Kohli (@imVkohli) November 25, 2021
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ| পাকিস্তান ম্যাচ বাদ দিলে বিরাটের ব্যাটেও রান নেই| শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও বিরাটের ব্যাটে রানের ঝলক তেমন দেখা যায়নি| এবার সামনে নিউজিল্যান্ড| ৩ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট থেকেই ফের দলের ফিরছেন তিনি| তারপরই দক্ষিণ আফ্রিকা সফর|
সৌ: টুইটার
বিশ্রামে থাকলেও আর সময় নষ্ট করতে চাননা বিরাট কোহলি| তাই তো প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ এবং বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট|
টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে নেই তিনি| সদ্য আইসিসির প্রকাশিত তালিকায় ১১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট| দীর্ঘদিন ব্যাটে বড় রান পাচ্ছেন না কোহলি| সামনে কঠিন চ্যালেঞ্জ| র্যাঙ্কিং হাতছাড়া| সামনে রয়েছে টেস্ট| নতুন চ্যালেঞ্জ সামলে সাফল্যের মুখ দেখতে মরিয়া বিরাট|