দুবাই: রোহিত শর্মা একদিন আগেই শুরু করেছেন| শনিবার থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন বিরাট কোহলিও| প্রথম পর্বের পারফরম্যান্সই ধরে রাখার বার্তা রয়্যাল শিবিরের প্রত্যেককে|
আইপিএলের লিগ টেবিলে এই মুহূর্তে ৩ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| ২০ সেপ্টেম্বর নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে তারা| বিরাটের চোখ এখন জয়ের দিকেই|
তাই তো মাঠে নেমেই ডেভিলিয়র্সদের বার্তা দিলেন ক্যাপ্টেন কোহলি| তিনি জানান, ‘আইপিএলের শুরুটা আমরা দুরন্ত করেছিলাম| সংযুক্ত আরব আমিরশাহীতে এবার দ্বিতীয় পর্বের ম্যাচে নামছি| সেই পারফরম্যান্সের ধারা অব্যহত রেখেই এবারও এগিয়ে যেতে পারব আমরা| দলের সকলেও প্রস্তুত রয়েছেন’|
প্রথম পর্বে নাইট রাইডার্সের বিরুদ্ধে ২২০ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| নাইটরা লড়াই করলেও, বিরাটদের রানর পাহাড় টপকাতে পারেনি তারা| দ্বিতীয় পর্বে সেই নাইট রাইডার্সের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে বিরাটের রয়্যাল বাহিনী|
শিবিরে পৌঁছে তাই তো কোয়ারেন্টাইন শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি| শনিবার থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলনে যোগ দিয়েছেন তিনি| বিরাট অনুশীলনে আসার পর যে বেঙ্গালুরুর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে সেটাও বেশ স্পষ্ট|
অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণার পর প্রথমবার মাঠে নামল বিরাট কোহলি|