ওয়েব ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম হল উইম্বলডন (Wimbledon 2025)। ৩০ জুন থেকে ইংল্যান্ডে বসেছে উইম্বলডনের আসর। নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, জানিক সিনার, আরিনা সাবালেঙ্কার মতো টেনিস তারকারা খেলছেন কোর্টে।
তবে শুধু কোর্টের ভেতরেই নয়, কোর্টের বাইরেও উইম্বলডনের ছবিটা বেশ জমজমাট। কারণ এবার এই ঐতিহাসিক টেনিস টুর্নামেন্ট দেখতে গ্যালারিতে হাজির একঝাঁক আন্তর্জাতিক ক্রিকেট তারকাও। কে কে কেটেছিলেন উইম্বলডন ম্যাচের টিকিট? সেটা এবার জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: ‘শুধু ধোনিই নন…,’ আইনি বিতর্কে মাহির ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক!
দেখুন আরও খবর: