দুবাই: বিরাট কোহলির মুকুটে নতুন পালক| প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়ন্টি ফর্ম্যাটে ১০ হাজার রানের মালিক কোহলি| সেটাও করলেন নিজের স্টাইলেই| ছয় মেরেই ১০ হাজার রান পূর্ণ করলেন ক্যাপ্টেন কোহলি|
চলতি আইপিএল শেষ হলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট| টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের অধিনায়কত্বও ছাড়বেন তিনি| চাপ কমাতেই নাকি এই সিদ্ধান্ত তাঁর|
ঘোষণা করার পর থেকেই যেন স্বমহিমায় বিরাট কোহলি| রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামা থেকেই সেই পুরনো মেজাজে তিনি| অর্ধশতরান করলেন| আর সেই ইনিংসটি সাজানো ৩টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি দিয়ে|
দেশ ও আইপিএল মিলিয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ১০ হাজারের ক্লাবে জায়গা করতে দরকার ছিল মাত্র কয়েক রান| সেটাও করলেন নিজের স্টাইলেই| ছয় মেরেই ১০ হাজারের এলিট ক্লাবে ঢুকে পড়লেন কিং কোহলি|
তবে দ্রুততম হতে পারলেন না| দ্রুততম হিসাবে এই রেকর্ড রয়েছে ক্রিস গেইলের| কোহলি ছাড়াও টি টোয়েন্টি ফর্ম্যাটে ১০ হাজার রান রয়েছে ডেভিড ওয়ার্নার, শোয়েব মালিকের|