হেডস্যার হচ্ছেন রাহুল দ্রাবিড়৷ জানেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি৷ আর তাতেই যেন খানিকটা হতবাক সকলে৷ তবে কি বিরাট কোহলিকে না জানিয়েই কোচ ঠিক করতে চাইছে বোর্ড? যদিও এটা কেবল ধারণা মাত্রই৷
সবকিছু ঠিকঠাক চললে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই রবি শাস্ত্রীর বদলে ভারতীয় দলের কোচের পদে বসতে চলেছেন বিশ্ব ক্রিকেটের দ্য ওয়াল৷ দু বছরের জন্য বিরাট কোহলিদের দায়িত্ব নেবেন তিনি৷
আগামী ২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া৷ প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ আইপিএল শেষের পরই প্রত্যেকে যোগ দিয়েছেন তাদের জাতীয় শিবিরে৷ রবিবার থেকে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করবে ভারতীয় দল৷
সেখানে নামার আগে শনিবার আইসিসির সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন বিরাট৷ আর সেখানে যে রাহুল দ্রাবিড় প্রসঙ্গ উঠে আসবে তা তো বলাই বাহুল্য৷ আর সেখানেই দ্রাবিড় প্রসঙ্গে মন্তব্য করেন বিরাট কোহলি৷ বোর্ডের এই সিদ্ধান্ত নিলেও, বিরাট এখনও পর্যন্ত তার কিছুই জানেন না৷ তাই দ্রাবিড় নিয়ে তেমন কোনও মন্তব্য্যও করতে চাননি তিনি৷ বোর্ড কর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে অবশ্য আলোচনা করেই সমস্ত কিছু জানাতে চান ভারত অধিনায়ক৷
তিনি জানান, ‘রাহুল দ্রাবিড় নিয়ে ঠিক হচ্ছে তা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়৷ এই বিষয়ে আমি কিছুই তেমনভাবে জানি না৷ কারোর সঙ্গেই অবশ্য এখনও পর্যন্ত কিছু আলোচনা করা হয়নি৷ পরে কথাবার্তা হলে, তবেই পুরোটা জানতে পারব’৷
আর বিরাটের এই মন্তব্যের পর শুরু হয়েছে নতুন জল্পনা৷ যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানায়নি বোর্ড৷ কিন্তু দ্রাবিড়কে যে তারা কোচ করছেন তা একপ্রকার নিশ্চিত৷ তবে কি বিরাট কোহলিকে না জানিয়েই কোচ ঠিক করে ফেলতে চাইছে বিসিসিআই কর্তারা৷ চলছে গুঞ্জন৷