ঐতিহ্যের ওভালে তেইশ হাজারের ক্লাবে পা রাখলেন বিরাট কোহলি| টপকে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে| দ্রততম ব্যাটসম্যান হয়ে আন্তর্জাতিক মঞ্চে ২৩,০০০ রানের মালিক বিরাট কোহলি|
সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় ছাড়া ক্রিকেটের বাইশগজে এই রেকর্ড কোনও ভারতীয়ের ছিল না| ইংল্যান্ডর মাটিতেই সেই কৃতিত্ব অর্জন করলেন কিং কোহলি| বিশ্বে তিনি সাত নম্বর ক্রিকেটার| ভারতীয়দের মধ্যে তৃতীয়|
এরমধ্যে ৫২২টি ইনিংসে ২৩ হাজার রান করে দ্রুততমদের তালিকায় শীর্ষে ছিলেন মাস্টার ব্লাস্টার| তাঁর থেকে ৩২ টি ইনিংস কম খেলে সচিনকে টপকে গেলেন কোহলি| তিনি খেলেছেন, ৪৯০টি ইনিংস|
২৩ হাজারের ক্লাবে প্রবেশের জন্য মাত্র একরান দূরে ছিলেন বিরাট| এদিন প্রতিদ্বন্দ্বী জেমি অ্যান্ডারসনের বলেই দুরন্ত ড্রাইভ মেরে রানের খাতা খোলেন বিরাট| সেইসঙ্গে নতুন রেকর্ড গড়লেন তিনি|