দুবাই: মিশন আইপিল| বিশেষ বিমানে ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন বিরাট কোহলি| একইসঙ্গে এলেন মহম্মদ সিরাজও| টেস্ট ভুলে এবার ফোকাসে শুধুই টি টোয়েন্টি|
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পরই ক্রিকেটারদের ইংল্যান্ড থেকে নিয়ে আসার তোড়জোর শুরু করে দিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর| একেবারে সময় নষ্ট করেনি মুম্বই ইন্ডিয়ান্স| শনিবারই রোহিত শরমা, জসপ্রীত বুমরাদের আবু ধাবিতে উড়িয়ে আনেন তারা|
একইরকমভাবে সময় নষ্ট করতে নারাজ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুও| সেইসঙ্গে অধিনায়ক কোহলি এবং সিরাজের সেফটির কথাও চিন্তা করছিল তারা| তাই তো চার্টার্ড বিমানেই বিরাট কোহলিদের ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু|
আগমী ১৯ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে আইপিএল| ২০ এপ্রিলই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| লিগ টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে রয়ছেন বিরাট কোহলিরা|
The news you’ve all been waiting for: King Kohli and Miyan Magic have joined the team in Dubai. 🤩
Bring on #IPL2021. 💪🏻#PlayBold #WeAreChallengers pic.twitter.com/ZNH1CxhAg3
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 12, 2021
এবর শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল বেঙ্গালুরুর রয়্যালরা| বেশ কয়েকদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে পৌঁছে গিয়েছেন এবি ডেভিলিয়র্স| এবার বিরাট আসাতে মোটামুটি পুরো দলই এখন সংযুক্ত আরব আমিরশাহীতে|
তবে এখনই প্রস্তুতিে নামতে পারবন না সিরাজ ও বিরাট কোহলি| আপাতত ৬ দিনের কঠিন কোয়ারেন্টাইন| এরপর শনিবার থেকেই হয়ত দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বেন ক্যাপ্টেন কোহলি|
অন্যদিকে রবিবারই সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ|