দেশের ফিরেই শাস্তির মুখে ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগট| তাঁকে সাময়িক নির্বাসিত করার সিদ্ধান্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের| ১৬ অগস্ট পর্যন্ত উত্তর দেওয়ার সময়সীমা বেধে দেওয়া হয়েছে তাঁকে|
টোকিও অলিম্পিকে পদ জয়ের অন্যতম দাবীদার ছিলেন তিনি| তাঁকে ঘরে প্রত্যাশাটাও ছিল আকাশছোঁয়া| কিন্তু সেই ভিনেশ ফোগটই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যান| গুঞ্জনটা শোনা গিয়েছিল তখন থেকেই, দেশে ফেরার পরই পদক্ষেপ কুস্তি ফেডারেশনের|
তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে নির্বাসনের শাস্তি ফেডারেশনের| অলিম্পিক ভিলেজে থাকাকালীন কোচের তত্ত্বাবধানে দলের সঙ্গে নাকি অনুশীলন করতে চাননি তিনি| শুধু তাই নয় ম্যাচ অংগ্রহনের সময় অফিসিয়াল স্পনসর থাকা জার্সিও ব্যবহার করেননি তিনি| আর তাতেই ক্ষুব্ধ কুস্তি ফেডারেশনের কর্তারা|
আপাতত তাঁকে সাময়িকভবে নির্বাসিত করা হয়েছে| ১৬ অগস্ট পর্যন্ত উত্তর দেওয়ার সময় দেওয়া হয়েছে ভিনেশ ফোগটকে| এরপরই ভাগ্য নির্ধারণ ভারতীয় তারকার|