লন্ডন: একের পর এক ব্যর্থতা৷ চলছে সমালোচনাও৷ এমন পরিস্থিতিতে চাপ কাটাতে অজিঙ্ক রাহানের পাশে দাঁড়াচ্ছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ৷ সমালোচনা কিম্বা বিশ্লেষণ নয়, বরং বিরাটের ডেপুটিকে আরও সময় দেওয়ার পথেই টিম ম্যানেজমেন্ট৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরু থেকেই ব্যাটে রান নেই অজিঙ্ক রাহানের৷ ভারতীয় টেস্ট দলের অন্যতম প্রধান ভরসা হলেও, বারবার হতাশ করেছেন তিনি৷ সিরিজের শুরু থেকেই তাই চোখ ছিল তাঁর দিকে৷
ব্যর্থতার পর থেকেই রাহানেকে নিয়ে কখনও সুনীল গাওস্কর তো কখনও নাসির হুসেনের মতো প্রাক্তন তারকারা সরব হয়েছিলেন৷ তাঁর পারফরম্যান্স নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল৷ আর ওভালের চতুর্থ টেস্টে রাহানের হঠাৎ ব্যাটিং পজিশনে বদল তো ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনাটা আরওএ দৃড় করেছিল৷
তাঁর জায়গায় জাদেজাকে ব্যাট করতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন৷ গাওস্কর তো বলেই ফেলেছিলেন যে এমন অবস্থায় রাহানের ওপর চাপ বাড়বে৷ সেই বার্তা যে ভারতীয় দলের অন্দরেও পৌঁছে গিয়েছিল তা বেশ স্পষ্ট৷ তাই তো ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট৷
💬 💬 Team performed well despite the absence of crucial members of the support staff: #TeamIndia Batting Coach Vikram Rathour #ENGvIND pic.twitter.com/IFlbppOlcp
— BCCI (@BCCI) September 6, 2021
রাহানেকে নিয়ে এখনই ভাববার মতো পরিস্থিতি আসেনি বলেই মনে করছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর৷ তিনি জানান, ‘ একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে৷ সেই সময় চাপ না বাড়িয়ে পাশে দাঁড়ানোটাই উচিৎ৷ আমরাও সেটাই করছি৷ রাহানের ওপর সকলের ভরসা আছে৷ কয়েকদিনের মধ্যেই ও ফর্মে ফিরবে বলেই মনে করি’৷
শুধু তাই নয় রাহানের কথা বলতে গিয়ে পুজারারও উদাহরণ দিয়েছেন ব্যাটিং কোচ রাঠোর৷ অর্থাৎ এক কথায় ওভাল টেস্টের পরও যে ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যাবে রাহানেকে, তা বিক্রম রাঠোরের ইঙ্গিতেই স্পষ্ট৷