মুম্বই: গোটা ২০২৩ জুড়ে অসংখ্য ছবি মুক্তি পেয়েছে। আমাদের প্রিয় সুপারস্টারদের একাদিক ছবি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছে। উঠেছে অ্যানিমাল থেকে সালার ঝড়। আবার এই বছরেই হ্যাটট্রিক হাঁকিয়েছেন বলিউড (Bollywood) বাদশা। গোটা বছর জুড়ে মুক্তি পাওয়া ছবিগুলিতে মুখ্যচরিত্রে আমরা পেয়েছি একাধিক সুপারস্টারদের। তাঁদের পাশাপাশি পার্শ্বচরিত্রে নজর কেড়েছেন যাঁরা বলব তাঁদের কথাই-
পাঠান ছবিতে সলমন খান: ‘পাঠান’ দিয়েই প্রায় ৪ বছর পর পর্দায় পর্দায় ফিরেছিলেন কিং খান। এই ছবির মাধ্যমেই বলিউডের আগের সব নজির ভেঙে ফিরে এসেছেন শাহরুখ খান। এই ছবিতে অতিথি চরিত্রে সলমন খানও কম যাননি। ‘পাঠান’-এ শাহরুখ-সলমন যুগলবন্দি অনুরাগীদের মুগ্ধ করেছে।
মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে-তে জিম সার্ভ: অসীমা ছিব্বর পরিচালিত এই ছবি সাগরিকা ভট্টাচার্যর জীবন নিয়ে । সাগরিকার মাতৃত্বের লড়াই নিয়েই তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ছবিতে জিম সার্ভ ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী ড্যানিয়েল সিং সিউপেকের ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন। নরওয়েজিয়ান সরকারের বিরুদ্ধে মিসেস চ্যাটার্জির পক্ষে ওকালতির তাঁর অভিনয় দক্ষতা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
আরও পড়ুন: নতুন বছরে নতুন চমক, ‘ধুম ৪’ এ আসছেন বাদশা?
পোন্নিয়ান সেলভান ২-এ ঐশ্বরিয়া লক্ষ্মী: মণি রত্নমের মহাকাব্যিক চলচ্চিত্র ‘পোন্নিয়ান সেলভান ২’ বক্স অফিসে দারুণ হিট হয়।মুক্তির প্রথম তিনদিনে বিশ্বব্যাপী ১৫০ কোটিরও বেশি আয় করে সকলকে চমকে দেয়। এই ছবিতে পুনকুঝালির চরিত্রে ঐশ্বর্য লক্ষ্মীর অভিনয় বিশেষ ভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
জওয়ানে দীপিকা পাড়ুকোন: বলিউডে শাহরুখ-দীপিকা জুটি মানেই সুপারহিট। জওয়ান ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। তবে যেহেতু এই ছবিতে শাহরুখের দ্বৈত ভূমিকা, সেক্ষেত্রে একাধারে স্ত্রী ও মায়ের চরিত্রে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা। সে অর্থে জওয়ানে ক্য়ামিও চরিত্রেই ছিলেন তিনি। খুব অল্প সময়ের জন্য দেখা মিলেছে তাঁর কিন্তু তাতেই দর্শকদের মন ছুঁয়েছেন তিনি।
অ্যানিম্যালে ববি দেওল: অ্যানিম্যাল ছবিতে ববি দেওল তাঁর ফিটনেস দিয়ে মানুষকে পাগল করে দিয়েছেন। পানীয়ের গ্লাস মাথায় দিয়ে ‘জামাল কুদু’ গানে তাঁর অভিনয় বিশেষ নজর কেড়েছে। ‘অ্যানিম্যাল’-এ স্বল্প পরিসরে উপস্থিত থেকেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। ছবিতে তাঁর অভিনীত আব্রার হক চরিত্রটি মূক। কিন্তু তা সত্ত্বেও ববি তাঁর অভিনয় ক্ষমতা দিয়েই ছবির নায়কের মতোই নিজের ছাপ রেখেছেন।
অ্যানিম্যাল ছবিতে তৃপ্তি দিমরি: রণবীরের পাশে ‘অ্যানিম্যাল’ সিনেমায় মাত্র কয়েকটা সিন। তাতেই গোটা সিনে দুনিয়ার নজর কেড়েছেন অভিনেত্রী। অ্যানিম্যাল ছবিতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে ধরা দিয়েছেন তৃপ্তি। সেই সিন রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ডাঙ্কিতে ভিকি কৌশল: কমেডি ড্রামা ঘরানার এই ছবি নিয়ে মুক্তির প্রথম দিনেই দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুরাগীরা মতে, শাহরুখ (Shah Rukh Khan) আর রাজকুমার হিরানির (Rajkumar Hirani) কেরিয়ারের এটাই সেরা ছবি। এই ছবিতেই ক্যামিও করেছেন ভিকি। ছবিতে সুখী চরিত্রে সকলের নজর কেড়েছেন অভিনেতা।
আরও খবর দেখুন