স্পোর্টস ডেস্ক: হতাশাজনক আইপিএল (IPL 2025) মরসুম গেল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royyals)। ১৪টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের, শেষ করেছে নয় নম্বরে। তবে তাদের একটা বড় প্রাপ্তি রয়েছে, সে হল বৈভব সূর্যবংশী (Vaibhab Suryavanshi)। ১৪ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে।
এবারের আইপিএলে সাত ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। এর মধ্যে রয়েছে লখনউয়ের (LSG) বিরুদ্ধে ২০২ বলে ৩৪, গুজরাতের (GT) বিরুদ্ধে ৩৮ বলে ১০১, পঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ১৫ বলে ৪০ এবং চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে ৩৩ বলে ৫৭। মঙ্গলবার তাঁর ইনিংসই এম এস ধোনির (MS Dhoni) সিএসকে-কে হারিয়ে দিয়েছে। এবার বৈভব জানাল, ওই ইনিংসের পর তাঁর মোবাইলে অন্তত ৫০০ মিসড কল এসেছে।
আরও পড়ুন: আজ ইউরোপার ফাইনালে মুখোমুখি ম্যান ইউ-টটেনহ্যাম
Vaibhav Suryavanshi scored 252 runs from 7 innings in his maiden IPL season. 👏
A player to watch out for in the future. 🇮🇳#Cricket #IPL2025 #Sportskeeda #CSKvRR pic.twitter.com/f9LvETFYyk
— Sportskeeda (@Sportskeeda) May 20, 2025
বৈভব বলে, “আমি ৫০০টারও বেশি মিসড কল পেয়েছি, তবে আমি ফোন বন্ধ করে রেখেছিলাম। সেঞ্চুরি করার পর অনেক মানুষ যোগাযোগ করতে চাইছিল। কিন্তু আমার এসব পছন্দ নয়। আমি দূরে থাকার চেষ্টা করি। আমি চারদিন ধরে আমার ফোন বন্ধ রেখেছিলাম। আমার বাড়িতে আমার পরিবার এবং কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতে পছন্দ করি। এটুকুই।
টিনেজার ব্যাটারের পারফরম্যান্সের প্রশংসা করলেন রাজস্থানের মেন্টর রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সেই সঙ্গে সাবধানও করে দিলেন। দ্রাবিড় বলেন, “এটা একটা দারুণ মরসুম ছিল। তুমি যা করেছ তাই করতে থাকো, ভালো খেলো, ভালো অনুশীলন করো। কিন্তু মনে রেখো যে পরের বছর, এই সব বোলাররা তোমার বিপক্ষে আরও প্রস্তুত হয়ে আসবে। তাই আমাদেরও প্রস্তুতি নিতে হবে, কঠোর প্রশিক্ষণ নিতে হবে এবং আরও দক্ষতা অর্জন করতে হবে। ওয়েল ডান।
দেখুন অন্য খবর: