কলকাতা টিভি ওয়েবডেস্ক: দ্য লাইটনিং বোল্ট| ট্র্যাক অ্যান্ড ফিল্ড হোক কী জিরো গ্র্যাভিটি| উসেইন বোল্ট সব জায়গাতেই সবার আগে তিনি| ট্র্যাক ফিল্ডের পর জিরো গ্র্যাভিটির চ্যালেঞ্জেও সেরা উসেইন বোল্টই| এই জন্যই তো তিনি অতিমানবও|
অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল অ্যাথলিট তিনি| ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁর রেকর্ড ভাঙা প্রায়ই অসম্ভব| তিনি ট্র্যাকে নামা মানেই, সোনার পদক কার্যত নিশ্চিত| সেই বোল্টের সামনে ছিল এবার জিরো গ্র্যাভিটিতে দৌড়োনোর|
Bolt is Bolt, even in zero gravity. pic.twitter.com/s626GfGDaT
— Dipanshu Kabra (@ipskabra) November 25, 2021
ফ্রান্সে বিমান চলাকালীন সেই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তাঁকে| প্রযুক্তির সাহায্যে বিমানের ভিতরে ছিল জিরো গ্র্যাভিটি| পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি স্পেসেও সবচেয়ে দ্রুততম হতে পারে কিনা, পরীক্ষাটা ছিল সেটারই| আর সেখানেই ফুলমার্কস পেয়ে পাশ করে গেলেন উসেইন বোল্ট|
মাটিতে পা রাখা সম্ভব নয়| কয়েকবার পা ফস্কালোও| কিন্তু বোল্টকে আটকানো এসবের পক্ষে সম্ভব নয়| স্প্রিন্টিংয়ে যেন আজও তিনিই শেষকথা| সকলকে হারিয়ে জিরে গ্র্যাভিটিতেও চ্যাম্পিয়ন অতিমানব বোল্ট| আর সেই ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়তেই, ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি|