তিনি নোভাক জোকোভিচ। তাই তিনি প্রথম সেট হেরে গেলেও,কেউ অঘটনের আশঙ্কায় ভোগেন না। তা আরও একবার প্রমাণ করলেন জোকার।
সোমবার রাতে প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জোকোভিচ। চলতি মরসুমে টানা ২৫টি ম্যাচ জিতলেন। যা একটি রেকর্ডও। এবার খেতাব জিতলে আরও রেকর্ড গড়ে ফেলবেন জোকার। এক, ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নেবেন। দুই, টানা ৭ বার বিশ্ব টেনিসে পয়লা নম্বর স্থান দখল করে রাখবেন।
অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে পরের রাউন্ডে পৌঁছে গেছেন মাত্তেও বেরেত্তিনি। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছেন এই দুই তারকা।
আরও পড়ুন: Pele: মলাশয়ে সফল অস্ত্রোপচার, এখন স্থিতিশীল
ইতিহাসের পাতা উল্টোলেই মিলছে এক আজব তথ্য। ১৮৮০ সালের পর থেকে নাকি এই প্রথম কোনও বড় টুর্নামেন্টে কোনও সংগঠক দেশের প্লেয়ার শেষ আটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারলেন না। এই রাস্তা বন্ধ হল, নোভাক জোকোভিচ ম্যাচ জিতে নেওয়ায়।
আরও পড়ুন: ভারতের বিরাট সাফল্যে মুগ্ধ সৌরভ-সচিন
ইউ এস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকার সেনসন ব্রুকসবির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন জোকার। প্রথম সেট তিনি হেরে যান। ১-৬ ফলাফলে ওই মোকাবিলা জেতেন মার্কিন প্লেয়ারটি। তবে দ্বিতীয় সেটেই স্বমেজাজে ম্যাচের লাগাম হাতে তুলে নেন। তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা, তা দেখিয়ে দিলেন জকোভিচ।
দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি নোভাক। ওই মোকাবিলা ৬-৩ ফলাফলে জেতেন সার্বিয়ার টেনিস তারকা। ম্যাচের শেষ দুই সেটেও (৬-২, ৬-২ ) ফলাফলে চতুর্থ সেটও জেতেন জকোভিচ। এই জয়ে একই মরসুমে টানা ২৫টি ম্যাচ জয়ের অনন্য নজির গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
#NovakDjokovic marched into the quarter-finals to set up a #Wimbledon final rematch with #Italy's #MatteoBerrettini as the Serb continues his mission to become the first man to complete a calendar Grand Slam in 50 years#USOpen #Tennis @usopen https://t.co/mTX7TCLLFq
— insidethegames (@insidethegames) September 7, 2021
চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতেছিলেন নোভাক জকোভিচ। পরপর ফরাসি ওপেন ও উইম্বলডনও চ্যাম্পিয়ন হন জোকার। ইউএস ওপেন জিততে পারলে এক ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনবদ্য নজির গড়বেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এর আগে এই রেকর্ড রয়েছে কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্রাফের। সেই তালিকায় জকোভিচের নাম অন্তর্ভূক্ত হয় কিনা, তা তো সময় বলবে।
ছবি: সৌ টুইটার