জল্পনা চললেও ওভাল টেস্টও দলে এলেন না রবিচন্দ্রন অশ্বিন| জোড়া বদল ভারতীয় শিবিরে| সেই চার পেসারেই জো রুটদের বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছেন বিরাট কোহলি|
চোটর জন্য দলে নই ইশান্ত শর্মা ও মহম্মদ সামি| অশ্বিনকে নিয়ে আশাবাদী থাকলেও শেষপর্যন্ত তাঁকে ছাড়াই প্রথম একাদশ গড়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের| দলে এলেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব|
The Indian Cricket Team is sporting black armbands today to honour the demise of Shri Vasudev Paranjape.#TeamIndia pic.twitter.com/9pEd2ZB8ol
— BCCI (@BCCI) September 2, 2021
তৃতীয় টেস্টে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ| যারপর সমালোচনার ঝড় উঠেছিল| অশ্বিনকে দলে ফেরানর দাবী তুলেছিলেন অনেকেই| বিরাটের স্ট্র্যাটেজি বদলের পরামর্শ দিয়েছিলেন খোদ সুনীল গাওস্কর| যদিও বিরাট নিজের স্ট্র্যাটেজিতেই একমত ছিলেন|
এদিনও তার অন্যথা হল না| সেই ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বোলার রণনীতিতেই ইংল্যন্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দল সাজালেন শাস্ত্রী-বিরাট জুটি|