যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন স্টেফানোস চিচিপাস| তারকাহীন ইউএস ওপেন এবার শুরু থেকেই খানিকটা জৌলুসহীন| জকোভিচ ক্যালেন্ডারস্লামের লক্ষ্যে থাকলেও, অনেকেই নতুন চ্যাম্পিয়নকে দেখতে চাইছেন এবারের যুক্তরাষ্ট্র ওপেন থেকে|
সেই লক্ষ্যে হাড্ডহাড্ডি লড়াই চালিয়ে এগিয়ে চলছেন গ্রীক তারকা চিচিপাস| দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে ফ্রান্সের ম্যনরিনোকেে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ২৩ বর্ষীয় তারকা| ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৬-৭ এবং ৬-০|
রজার ফেডেরারকে হারিয়ে প্রথমবার গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি| এবারের যুক্তরাষ্ট্র ওপেনে বড় নামের ভিড় নেই বললেই চলে| মরসুমের শেষ গ্র্যান্ডস্লামের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি|
এদিনও শুরুর দিকে এগিয়ে থাকলেও, তৃতীয় সেটে পিছিয়ে পড়েন চিচিপাস| সেইসময় চিচিপাসের স্পেশ্যাল টয়লেট ব্রেক| প্রায় ৮ মিনিটের বিরতি| কোর্টে ফেরার পরই ফের ম্যাচের রাশ তাঁর দখলে| ৬-০-এ জিতে নেন তিনি|
এরপরই অবশ্য চিচিপাসের টয়লেট ব্রেক নিয়ে নানান আলোচনা শুরু হয়ছে| অনেকে বলতে শুরু করেছেন এটাই নাকি চিচিপাসের কাছে সবচেয়ে লকি|
অন্যদিকে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল অষ্টম বাছাই ক্যাসপার রুডের দৌড়়| মরসুমের শেষ গ্র্যান্ডস্লাম থেকে ছিটকে গলেন তিনি|