কলকাতা: দক্ষিণী বিনোদন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী তৃষা কৃষ্ণন। বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘খট্টা মিঠা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির লাকি গার্ল তিনি। সেই তৃষাই এবার ক্ষোভে ফেটে পড়লেন তাঁর সহঅভিনেতার বিরুদ্ধে। সোশাল মিডিয়া রীতিমতো গর্জে উঠলেন তিনি।
মনসুরের ‘দাবি’র কথা জানতে পেরে চটে লাল দক্ষিণী অভিনেত্রী তৃষাও। সমাজমাধ্যমের পাতায় তিনি লেখেন, সমাজমাধ্যমের সৌজন্যে একটা ভিডিয়ো আমার নজরে এসেছে, যেখানে মনসুর আলি খান আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছি বটেই, পাশাপাশি আমি মনে করি আমি সৌভাগ্যবতী যে, তাঁর মতো অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়নি।
আরও পড়ুন: প্রতিবেশী ‘দম্পতি’কে সান্ত্বনা ‘ক্যাটরিনা’র
শোনা যায়, যে ছবিতে তৃষা অভিনয় করতেন, তা একেবারেই সুপারহিট। তবে শুধু দক্ষিণী ছবিতে নয়, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউড ছবি ‘খট্টা মিঠা’তেও অভিনয় করে নজর কাড়েন তৃষা। সেই তৃষাই এবার ক্ষোভে ফেটে পড়লেন তাঁর সহঅভিনেতার বিরুদ্ধে। সোশাল মিডিয়া রীতিমতো গর্জে উঠলেন তিনি।
মনসুর বলেন, ‘‘আমি যখন জানতে পেরেছিলাম, তৃষার সঙ্গে একই ছবিতে অভিনয় করছি, তখন ভেবেছিলাম তাঁর সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। তেমন দৃশ্যে অভিনয় করা আমার কাছে এখন জলভাত। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনও একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।
অন্য খবর দেখুন: