স্পোর্টস ডেস্ক: ১৭ বছরের ট্রফি খরা কাটাল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) হারিয়ে উয়েফা ইউরোপা লিগ (UEFA Europa League) চ্যাম্পিয়ন হল তারা। অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের মাঠে ইউরোপার ফাইনালে ব্রেনান জনসনের একমাত্র গোলে এল বহুদিনের আকাঙ্ক্ষিত ট্রফি। তার উপর বোনাস হল, প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে শেষ করেও পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে টটেনহ্যাম। কোচ অ্যাঞ্জ পোস্তাকোগলু (Ange Postecoglou) যাবতীয় সমালোচনার জবাব দিলেন।
এদিকে ম্যান ইউ এখন হতাশার অন্ধকারে। এই টুর্নামেন্টকেই পাখির চোখ করেছিলেন তাদের কোচ রুবেন অ্যামোরিম (Ruben Amorim)। পুরো টুর্নামেন্ট অপরাজিত থাকার পর হার হল ফাইনালে, তাও মাত্র এক গোলে। পুরো দ্বিতীয়ার্ধ পেয়েও সমতা ফেরাতে পারলেন না ব্রুনো ফার্নান্ডেজরা (Bruno Fernandez)। তাঁদের গোলের সামনে ব্যর্থতা যেমন দায়ী, তেমন টটেনহ্যাম ডিফেন্স এবং গোলকিপারকেও কৃতিত্ব দিতে হবে।
আরও পড়ুন: ধোনিদের হারানোর পরে বৈভবের ফোনে ৫০০ মিসড কল!
এক চরম হতাশাজনক মরসুমের পর অ্যামোরিম জানিয়ে দিলেন, সমর্থকরা এবং ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষ যদি মনে করে যে তিনি এই দায়িত্বে থাকার সঠিক লোক না, তাহলে তিনি স্বেচ্ছায় সরে যাবেন। তারজন্য কোনও ক্ষতিপূরণ চান না। আগামী মরসুমে কোনও ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলবে না ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। দলটাকে গড়ে নেওয়ার এটাই ভালো সুযোগ, তাই এই হার শাপে বর হতেই পারে।
টটেনহ্যামে দীর্ঘদিন খেলেছেন হ্যারি কেন (Harry Kane)। কিন্তু কোনও ট্রফি জিততে পারেননি। তা নিয়ে প্রচুর মিম, ট্রোল হয়েছে। এ মরসুমে বায়ার্নের হয়ে কেরিয়ারের প্রথন ট্রফি জিতলেন কেন, এদিকে টটেনহ্যামও ট্রফি পেয়ে গেল। বিষয়টা কাকতালীয় বটেই, কিন্তু এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে। কেউ কেউ তো ম্যাচের আগে বলে দিয়েছিলেন, হ্যারি কেন ট্রফি পেয়েছেন, এবার টটেনহ্যামও জিতবে। হলও ঠিক তাই।
দেখুন অন্য খবর: