স্পোর্টস ডেস্ক: টম অলড্রেড (Tom Aldred) অন্য কোথাও যাচ্ছেন না, তিনি কলকাতাতেই থাকছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় একথা জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। দীর্ঘদেহী স্কটিশ ডিফেন্ডারকে ছেড়ে দেবে আইএসএল কাপ এবং লিগ শিল্ড জয়ীরা। কিন্তু আরও এক মরসুমের জন্য চুক্তি করেছেন অলড্রেড।
২০২৪-২৫ মরসুমের গোড়ায় যখন এসেছিলেন, শুরুর দিকে ভরসা দিতে পারছিলেন না। বরং স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodrigues) বাগান জনতার প্রিয় হয়ে উঠছিলেন। তবে ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করেন অলড্রেড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচে অংশগ্রহণ করেন বাগান তারকা এবং রক্ষণভাগে দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রাখেন। সেট-পিস থেকে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি। সেই সঙ্গে হয়ে ওঠেন বাগান সমর্থকদের নয়নের মণি।
আরও পড়ুন: বিশ্বকাপে রোহিত-কোহলির আশা দেখছেন না সানি!
আগামী মরসুমে ডুরান্ড কাপ, আইএসএলের (ISL 2025-26) পাশাপাশি হোসে মোলিনার (Jose Molina) দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলবে। নুনো রেইসকে সে জন্যই রেখে দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সি অলড্রেডকে নিয়ে তাই ধোঁয়াশা ছিলই। কারণ এএফসি প্রতিযোগিতায় যত ইচ্ছে বিদেশি খেলানো গেলেও আইএসএলে মাত্র চারজনকে প্রথম একাদশে রাখা যায়। রেজিস্ট্রেশন করা যায় ছয় বিদেশি।
আশা করা যায়, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস এবং রদ্রিগেজ থাকবেন। অলড্রেডের নতুন চুক্তির পর একমাত্র গ্রেগ স্টুয়ার্ট বিদায় নিতে পারেন। অবশ্য নুনো রেইসকে আইএসএলে নথিভুক্ত না করানো হলে সবাই থাকতে পারেন। তবে নতুন কোনও বিদেশি আর আইএসএলে আসতে পারবে না।
দেখুন অন্য খবর: