২০২০ অলিম্পিক আজ পিছিয়ে ২০২১ সালে হতে চলেছে। আর এক সপ্তাহ বাকি।পরের সপ্তাহে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু পরের বুধবার শুরু হয়ে যাবে মেয়েদের ফুটবল আর সফটবল। মোট ৩৩৯ টি পদকের লড়াই হবে ১৯ দিন ধরে।
জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠান। এর দুদিন আগেই মেয়েদের ফুটবল ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। মুখোমুখি হচ্ছে, গ্রেট ব্রিটেন – চিলি। সফটবল ২০০৮ সালের অলিম্পিকে জায়গা করে নিয়েছিল। সফটবল ম্যাচে খেলতে নামবে অস্ট্রেলিয়া – জাপান, ইটালি – মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো – কানাডা।
আরও পড়ুন – Breaking: দর্শক ছাড়াই টোকিও অলিম্পিক
ওখানকার স্থানীয় সময়ে অনুযায়ী দিনের শুরুতে ম্যারাথন, রেস ওয়াক আর ট্রিয়াথলোন হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরই প্রথম পদক পাওয়ার লড়াই শুরু হবে। এই তালিকায় আছে: তীরন্দাজী, জুডো, ভারোত্তোলন, তাইকন্ডো, শুটিং, ফেন্সিং, আর রোড সাইক্লিং। এর সবই পদক মিলবে শনিবার।
প্রথম সোনার পদকের লড়াই হবে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে। আর এবারের প্রতিযোগিতায় শেষ সোনার পদকের লড়াই হবে পুরুষদের ওয়াটার পোলোতে। ৮ অগস্ট । এবার ‘সুপার স্যাটারডে’ তে ৩১ জুলাই থাকছে ২১ টি পদকের লড়াই। আর ‘গোল্ডেন সানডে’ – ঠিক পরের দিনই ২৫ টি পদকের লড়াই হবে।
এবারের প্রতিযোগিতায় কারাটে, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং আর স্কাটেবোর্ডিং নুতন ইভেন্ট হয়ে যুক্ত হয়েছে।
গোটা গেমস মেনে চলবে কড়া কোভিড নিয়মবিধি। বলা হয়েছে, পোডিয়ামে পদকজয়ীরা গলায় পদক ঝুলিয়েই দাঁড়াবেন। মুখে মাস্ক মাস্ট।
করোনা কম্পন চলছেই
যতো এগিয়ে আসছে এই বিশ্বের সবচেয়ে বড় আসরটি, ততো বাড়ছে কোভিড আতঙ্ক। গত বুধবার ফেলে আসা ছয় মাসে মধ্যে সবচেয়ে সংক্রমণ দেখা দিল টোকিওতে। তারজন্য, গত সপ্তাহ থেকে শহরে ইমার্জেন্সী চালু করে হয়েছে। বুধবার নুতন ১১৪৯ জনের দেহে রোগের অস্তিত্ব প্রমাণ মেলে। এর একদিন আগে যা ছিল – ৮৩০জন। ২০২২ সালের জানুয়ারি মাসের পর এটাই এখন সবচেয়ে বড় ধাক্কা। ১১৮৪ জন পজিটিভ হয়েছেন। টানা ২৫ দিন ধরে সংখ্যাটা বেড়েই চলেছে।
সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেছে, উদ্বোধনী আর সমাপ্তি কোনও দিনই স্টেডিয়াম সাধারণ দর্শক থাকবে না। এমনকি, ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক এবার দর্শক ছাড়াই হতে চলেছে। জানানো হয়েছে, আসর চলাকালীন জরুরী অবস্থা জারি থাকবে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ জানিয়ে দিয়েছেন, জাপানের মানুষজন নানান প্রতিবাদ সভা করলেও আর এই আসর বাতিল হচ্ছে না।
আরও এক ভারতীয়
আরও এক ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল সুযোগ পেয়ে গেলেন অলিম্পিকে অংশ নেওয়ার। এটা সম্ভব হল, পুরুষদের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার হয়ে যাওয়ায়। সময় অল্প। সুমিত যদি যেতে পারেন, তাহলে সানিয়া মির্জা – অঙ্কিতা রায়না মেয়েদের ডবলস লড়াইয়ের পাশাপশি আরও একটা বিভাগে ভারতীয় খেলোয়াড় অংশ নেবেন।
ছবি: সৌ-টুইটার।