ডেনমার্কে ৯ থেকে ১৭ অক্টোবর বসতে চলেছে থমাস আর উবের কাপ। মেয়েদের দলের নেতৃত্ব দিতে চলেছেন সাইনা নেহওয়াল। আর দেশের পুরুষদের দলের নেতৃত্ব থাকছে বি সাই প্রানিথের হতে।
রবিবার বি এ আই – ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা সুদিরমান কাপের জন্য ১২ জনের দল বেছে নিয়েছে। এই টুর্নামেন্ট হবে ফিনল্যান্ডে (২৬ সেপ্টেম্বর – ৩ অক্টোবর)।
আরও পড়ুন : পোলিওকে হার মানিয়ে সোনার ছেলে প্রমোদ, ব্রোঞ্জ মনোজের
দু’বারের অলিম্পিক্স পদক জয়ী পি ভি সিন্ধু ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছিলেন, এই দলে যেন তাঁকে না বিবেচনা করা হয়। অলিম্পিক্সের নিজেকে আরও কিছুটা সময় দিয়ে তরতাজা করতে চান সিন্ধু। ফেডারেশন তা মেনে নিয়ে দল বাছাই করেছে।
থমাস আর উবের কাপের জন্য লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জেতা সাইনার সঙ্গে এবার দলে আছেন ট্রায়ালে সেরা তিন টপ রাঙ্কিংয়ে থাকা প্লেয়ার। এঁরা হলেন, মালবিকা বানসদ, অদিতি ভট্ট এবং তাসনিম মীর। ১০ জনের মেয়েদের দলে এঁরা অন্যতম।
দলে তিনটি ডবলস জুটি রাখা হয়েছে। আছেন, তানিশা ক্রাস্তো – ঋতুপর্ণা পান্ডা। এঁরা ট্রায়ালে পয়লা নম্বর স্থান দখল করেছিলেন।
BAI held the trials to finalize the 🇮🇳 squad for the upcoming Sudirman cup and Thomas & Uber cup 🏸
Read more: https://t.co/CDLCMjeCQa#IndiaontheRise#badminton
— BAI Media (@BAI_Media) September 1, 2021
দশ জনের পুরুষদের দলেও আছে চারজন সিঙ্গলস প্লেয়ার আর ৩ টি ডবলস জুটি। প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান কিদাম্বি শ্রীকান্ত আছেন। আছেন দলনেতা বি প্রনিথ। ট্রায়ালে দুই টপ সিঙ্গলস প্লেয়ার কিরণ জর্জ এবং সমীর ভার্মা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া দেশের সেরা ডাবলস পুরুষ জুটি চিরাগ শেট্টি – সাত্বিকসাইরাজ রানকিরেরেড্ডি দলে আছে।
তিনটি টুর্নামেন্টের জন্য যে দল বাছাই করা হল সম্প্রতি ট্রায়ালের ভিত্তিতে। বিশ্ব রাঙ্কিং এর ভিত্তিতে এবার আর দল গড়া হয়নি। ফলে একঝাঁক নুতন প্রতিভা দলে জায়গা পেয়েছে।
গ্রুপ বিন্যাস:
থমাস কাপে ভারতীয় দল আছে গ্রুপ সি-তে। এই গ্রুপেই আছে গতবারের চ্যাম্পিয়ন চীন। আছে নেদারল্যান্ডস আর তাহিতি।
আর মেয়েদের উবের কাপে ভারত আছে গ্রুপ বি-তে। এই গ্রুপে অন্যদলগুলি হল, থাইল্যান্ড, স্পেন এবং স্কটল্যান্ড।
সুদিরমান কাপ :
এই টুর্নামেন্টের জন্য ১২ জনের দল বাছা হয়েছে। ট্রায়ালে ভালো ফর্ম দেখিয়ে দেশের সেরা ডাবলস জুটি ধ্রুব কপিলা – এম আর অর্জুন যেমন আছেন, সঙ্গে শ্রীকান্ত, প্রানিথ আর অন্য ডাবলস জুটি সত্বিক সাইরাজ -চিরাগও আছেন।
মেয়েদের টিমে ট্রায়ালে প্রথম দুটি স্থানে থাকা তানিশা – ঋতুপর্ণা এবং অশ্বিনী পন্নাপা – এন সিক্কি রেড্ডি দলে জায়গা করে নিয়েছেন। ট্রায়ালে প্রথম দুই স্থান পাওয়া সিঙ্গলস প্লেয়ার বনসদ আর ভট্ট সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্ট ভারতের টক্কর হবে গতবারের চ্যাম্পিয়ন চীন, থাইল্যান্ড আর আয়োজক দেশ ফিনল্যান্ড। সকলেই আছে গ্রুপ-এ তে।
ছবি: সৌ টুইটার