দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন তারা দেখেছিলেন, নিউজিল্যান্ডের কাছে হেরে কার্যত তা শেষ হয়ে গিয়েছে| ম্যাচ জেতার জন্য সাহসিকতার যথেষ্ট অভাব ছিল তাদের| চাপটাই হয়ত নিতে পারেননি তারা| ম্যাচ শেষে হারের হতাশার সঙ্গে ব্যর্থতার কারণ নিজেই দর্শালেন বিরাট কোহলি|
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার| এরপরই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল| ভারতীয় ক্রিকেট মহলে| যদিও বহু প্রাক্তনদেরই পাশে পেয়েছিলেন বিরাট কোহলিরা| প্রথম একাদশ বাছা নিয়ে অনেক পরামর্শও দিয়েছিলেন তারা|
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াই ছিল ভারতের কাছে| টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হত তাদের| তাই বাইরের সমালোচনা, আলোচনায় কান দিতে তারা নারাজ ছিলেন| ম্যাচে নামার আগে বিরাট তো বলেই দিয়েছিলেন, বাইরের কথায় তারা কান দিয়ে তারা ফোকাস নষ্ট করতে নারাজ|
এদিন দলে জোড়া পরিবর্তন এনে ভাগ্য বদলাতে চেয়েছিলেন বিরাট কোহলি| কিন্তু হল না| আবারও সেই চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা| পাকিস্তানের বিরুদ্ধে তো ১৫০ রান করতে পেরেছিলেন তারা| এদিন সেটুকুও পারলনা বিরাট বাহিনী|
আর ম্যাচ শেষেই বিরাটের গলা দিয়ে ঝড়ে পরল ব্যর্থতার সুর| তিনি জানান, ‘এই ম্যাচে ব্যাট যে সাহসিকতা দেখানোর প্রয়োজন ছিল তা আমরা দেখাতেই পারিনি| যেটা নিউজিল্যান্ড শুরু থেকে করতে পেরেছে| তাই তো প্রথম বল থেকেই আমাদের ওপর চাপ তৈরি করতে পেরেছিল ওরা| তারই প্রভাব বারবার আমাদের ভুল শট সিলেক্সনেও দেখা গিয়েছে| শরীরি ভাষাতেই অনেকটাই এগিয়ে ছিল এদিন নিউজিল্যান্ড’|
২০১৬ সালে এই নিউজিল্যান্ডের কাছে ৭৯ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত| দুবাইয়ের মাটিতেও যেন সেই ঘটনারই পূরণরাবৃত্তি হল| পরিসংক্যান বদলাতে চেয়েছিল ভারত| এখন বিরাট কোনও অঘটন না হলে, সুপার টুয়েলভেই কার্যত আশা শেষ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের হট ফেভারিটদের|