ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts)।
আজ ৩০ মার্চ, আগামিকাল অর্থাৎ ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL)। আর আইপিএল নিয়েই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের জানাব যা কিছুটা অবাক হতে বাধ্য করবে আপনাদের। এমন কিছু রেকর্ড দেখাব যে রেকর্ডগুলো এখনও কেউ ভাঙতে পারেনি।
IPL-এর অক্ষত রেকর্ড
* ক্রিস গেইলের (Chris Gayle) ৬৬ বলে ১৭৫ নট আউট
* ২০১৫ সালে পুনে ওয়ারিয়র্সের (Pune Warriors) বিরুদ্ধে গেইলের এই ইনিংস আজও অক্ষত
* এই ইনিংসে ১৭টি ছয় মেরেছিলেন গেইল
আরও পড়ুন: Talk on Facts | Highway | Expressway | হাইওয়ে আর এক্সপ্রেসওয়ের পার্থক্য কী জানেন?
* এক ম্যাচে মাইক হাসির (Mike Hussey) ক্যাচ পর পর ৩ বার মিস করেছিলেন কায়রন পোলার্ড (Keiron Polard)
* ২০০৯ সালে ডেকান চার্জার্সের (Deccan Chargers) হয়ে বল হাতে হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)
* রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে (Anil Kumble)
* আর আইপিএলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে অমিত মিশ্রর (Amit Mishra)
তাহলে আইপিএল শুরু আগে এই ফ্যাক্টসগুলো মাথায় রেখে এবারে কেউ এই রেকর্ড ভাঙতে পারে কি না নজর রাখতে হবে।