মুম্বই: আন্তর্জাতিক নারী দিবসে সিনেপ্রেমীদের জন্য এক বিশেষ উদ্যোগ নিল জিও স্টুডিওজ (Jio Studios) ও আমির খান প্রোডাকশন (Aamir Khan Productions)। কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘লাপতা লেডিজ’ (Laapataa Ladies)। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে মাত্র ১০০ টাকায় এই ছবি দেখার সুযোগ দিল প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৭)
১ মার্চ সিলভার স্ক্রিনে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘লাপতা লেডিজ’। মুক্তির পরে প্ৰথম পাঁচদিনে ৪.৯৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে আমির-কিরণ জুটির নতুন এই ছবি। নিম্নবিত্ত সংসারে নারীর স্থান কেমন হয়, তাঁদের নীরব যন্ত্রণা ও পুরুষতান্ত্রিক সমাজের সবরকম রীতি মেনে নেওয়ার বিরুদ্ধে এক বিনম্র প্রতিবাদের গল্প বলা হয়েছে লাপাতা লেডিজে।
আরও পড়ুন: প্রতিবাদী সুর বাঁধলেন পল্লব কীর্তনিয়া
নারী দিবস উপলক্ষে টিকিটের দাম কমিয়ে সকলের উদ্দেশ্যে ছবিটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন দর্শকরা। নারীকেন্দ্রীক ছবির জন্যই আন্তর্জাতিক নারী দিবসে টিকিটের দামে বাম্পার অফারে খুশি দর্শকমহল।
আরও খবর দেখুন