ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার প্রস্তুতি শুরু বিরাট কোহলির| শুক্রবার থেকেই ডাকহ্যামের মাঠে নেমে পড়ল টিম ইন্ডিয়া|
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা| তবে সেসব এখন আর মনে রাখতে চাইছে না টিম ইন্ডিয়া| ইংল্যান্ডের বিরুদ্ধেই দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে ভারতীয় দল|
সৌঃ বিসিসিআই
সমস্ত কিছু ভুলে এই সিরিজ থেকেই ঘুরে দাঁড়ানর লক্ষ্য বিরাট বাহিনীর| তাই সময় নষ্ট নয়| ছুটি কাটিয়ে ডারহ্যাম পৌঁছেই শুরু হয়ে গেল বিরাটদের প্রস্তুতি|
যদিও করোনার আঘাতে জর্জরিত ভারতীয় দল| দলের সঙ্গে ডারহ্যাম যেতে পারেননি ঋষভ পন্থ এবং ঋদ্ধিমান সাহা| এছাড়া দলের থ্রোডান স্পেশ্যালিস্টের পাশাপাশি ভরত অরুণও রয়েছেন আইসোলেশনে|
এই সিরিজ শুরু হওয়ার আগে দলের ওপেনিং জুটিটা ভাল করে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট| যেখানে অভিমন্যু ঈশ্বরণের নামও ঘোরাফেরা করছে| কিন্তু তিনিও আপাতত লন্ডনে আইসোলেশনে|
আগামী ২০ জুলাই কাউন্টি একাদশের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যচ খেলবে ভারত| বলাই বাহুল্য দলের প্রথমিক গঠনকাজটা সেখানেই বিরাটরা করে রাখতে চাইবেন| কিন্তু করোনা হানায় দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ভারতীয় শিবিরের|