দুবাই: ১৪ বছর আগে কুড়ি ওভারের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছিল ভারত। সেই পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলে চলতি বছরে একই প্রতিযোগিতায় যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। করোনা আবহে এক বছর পিছিয়ে আগামী অক্টোবর মাসে শুরু হচ্ছে কুড়ি ওভারের ক্রিকেট বিশ্বকাপ।
আরও পড়ুন- কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লক্ষ টাকা ফেরত দিলেন হোটেল মালিক
মঙ্গলবার কুড়ি ওভারের বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। চলতি বছরের কুড়ি ওভারের বিশ্বকাপ দুবাই এবং ওমানে অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আর নভেম্বর মাসের ১৪ তারিখ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে ওই প্রতিযোগিতা। মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।
আরও পড়ুন- আফগান বংশোদ্ভূত হলিউড অভিনেত্রীর বাইডেনকে প্রশ্ন
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বরাবরের মতো এই টুর্নামেন্টেও ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে ভারত পাকিস্তান ম্যাচের দিকে। যা অনুষ্ঠিত হবে অক্তোবর মাসের ২৪ তারিখে আপাতত এটা প্রথম পর্বের ম্যাচ। পরে ফের মুখোমুখি হতে পারে এই দুই যুযুধান প্রতিপক্ষ। ২০০৭ সালে প্রথমবার ফাইনালের আগে গ্রুপ পর্যায়েও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। বোল আউট প্রক্রিয়ায় পাকিস্তানকে পরাস্ত করে ভারত।
আরও পড়ুন- কিষেণজির মৃত্যুর বদলা চেয়ে হুমকি পোস্টার মাওবাদীদের, চাঞ্চল্য পুরুলিয়ায়
পাকিস্তান ছাড়াও ভারতের খেলা রয়েছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের সঙ্গে। যেগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে অক্টোবর মাসের ৩১ তারিখ এবং নভেম্বর মাসের তিন তারিখে। এছাড়া কোয়ালিফায়ার দুই দলের মুখোমুখি হতে হবে ভারতকে। সেই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের ৫ এবং ৮ তারিখে।