এমবাপ্পের টাইব্রেকার মিস, ইউরো জয়ের স্বপ্নভঙ্গ ফ্রান্সের।ফ্রান্সের প্রধান তারকা তিনি| সেই কিলিয়ান এমবাপ্পেই ফ্রান্সের বিদায়ের কারণও| টাইব্রেকার মিস| সুইৎজারল্যান্ডের কাছে হেরে ইউরো অভিযান শেষ ফ্রান্সের|
ইউরো কাপ জয়ের সবচেয়ে বড় দাবীদার ছিল ফ্রান্স| কিন্তু ফুটবল যে কতটা অনিশ্চয়তার খেলা, তা হয়ত এই ম্যাচটাই বলে দিল সকলকে| একসময়ে ৩-১-এ এগিয়ে থাকা ফ্রান্স নাকি এখন ইউরো কাপের বাইরে| এবারের ইউরোয় অঘটন যেন থামছেই না|
ম্যাচের আগেই রক্ষণ নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ| সত্যিই দুর্বল রক্ষণের প্রদর্শনই এদিন করেছে ফ্রান্স| ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল তারা| প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ফরাসি ব্রিগেড|
বিরতির পর অবশ্য ছন্দে ফিরতে বেশি সময় নেয়নি দেশঁর দল| যার শুরুটা হয়েছিল এমবাপ্পের থেকেই| গোল করেননি, কিন্তু বেঞ্জামার প্রথম গোলের নেপথ্য কারিগর তিনিই| সমতায় ফেরার ২ মিনিটের মধ্যে বেঞ্জামার ফের গোল| এগিয়ে যায় ফ্রান্স|
আশায় বুক বাধতে শুরু করে ফরাসি সমর্থকরা| ৭৫ মিনিটে পল পোগবার গোল ফ্রান্সের জয় একেবারে নিশ্চিতই করে দিয়েছিলেন| কিন্তু খেলা যে তখনও অনেকটা বাকি তা কারোরই তখন জানা ছিল না|
৮১ থেকে ৯০ মিনিটের মধ্যে পুরো চিত্রটা বদল| ফ্রান্সের খানিকটা গা ছাড়া ভাব| যার সুযোগ তুলে সেফেরোভিচ ও গ্যব্রানোভিচের গোলে ম্যাচে ফেরে সুইৎজারল্যান্ড| নির্ধারিত সময়ে ম্যাচের ফল ৩-৩|
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে| সেখানেও গোলের খাতা খুলতে পারেনি কোনও দলই| শেষপর্যন্ত| এবারের ইউরো কাপের এটাই প্রথম টাইব্রেকার|
আর সেই জায়গাতেই ফরাসি শিবিরের খলনায়ক কিলিয়ান এমবাপ্পে| টাই ব্রেকারের ফল তখন ৫-৪| ফ্রান্সের হয়ে শেষ শট নিতে যান এমবাপ্পে| তিনিই ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা| কিন্তু হল না| সুইস গোলরক্ষকের হাতে আটকে গেলেন তিনি| সেইসঙ্গেই খেলা শেষ|
অতিশক্তিশালি ফরাসি শক্তিকে ইউরো সেরার লড়াইয়ের মঞ্চ থেকে সরিয়ে, শেষআটে তখন সুইৎজারল্যান্ড| একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল বিশ্ব চ্যাম্পিয়নদের|