কলকাতা: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi) ও প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। গত বছর জুলাই নাগাদ খবর মিলেছিল, সুস্মিতা সেন নাকি প্রেম করছেন শিল্পপতি ললিত মোদির সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সুস্মিতা ও ললিতের অন্তরঙ্গ কিছু ছবিও। সেই ছবি থেকেই স্পষ্ট হয়েছিল তাঁদের রসায়ন। শোনা গিয়েছিল, তাঁরা নাকি বিয়েও করতে গিয়েছিলেন। এই প্রথম এই নিয়েই মুখ খুলেছেন সুস্মিতা।
অভিনেত্রী জানান, “যদি আমার কাউকে বিয়ে করারই থাকত তবে আমি বিয়ে করেই নিতাম। আমি বিয়ে করার চেষ্টা চালিয়ে যাই না। আমি হয় করি না হয় করি না।” ললিতের মতো ধনী শিল্পপতির সঙ্গে প্রেম করার জন্য তাঁকে কম কটাক্ষও শুনতে হয়নি। তিনি নাকি টাকার লোভে ললিতের সঙ্গে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায়ও কানাঘুষোও শোনা যাচ্ছিল।
আরও পড়ুন: জীবনের প্রথম উপার্জনে সৌরভকে কী উপহার দিলেন মেয়ে সানা?
ইতিমধ্যেই সুস্মিতার জীবনে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর প্রাক্তন রোহমন শলের। ললিত মোদীর সঙ্গে ছবি ভাইরাল হওয়া পরই নাকি সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। তার মাস কয়েকের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হন সুস্মিতা। তার পর থেকে যোগাযোগ বাড়তে থাকে তাঁর আর রোহমনের। ফের চেনা ছন্দে দেখা গিয়েছে রোহমন-সুস্মিতাকে। কিন্তু তাঁর আদৌ সম্পর্কে রয়েছেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা আছে।
দেখুন আরও অন্য খবর: