স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিছুদিন আগে একই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আন্তর্জাতিক টি২০কে তো অনেকে আগেই বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী। খেলবেন শুধু ওডিআই এবং সবার আশা ২০২৭ ওডিআই বিশ্বকাপে (ODI World Cup 2027) খেলবেন রোহিত-কোহলি। কিন্তু তেমনটা মনে করেন না সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
কিংবদন্তি ব্যাটারের মতে’ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন না রো-কো জুটি। তিনি বলছেন, “এক দিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত। নির্বাচকেরা নিশ্চয়ই ২০২৭ সালের বিশ্বকাপের দল নিয়ে ভাববেন। কিন্তু ওরা কি সেই বিশ্বকাপ খেলতে পারবে? এখন যেমন খেলছে, তখন তেমন খেলতে পারবে কি না সেটাই নির্বাচকদের বোঝা দরকার। তাঁরা যদি মনে করেন রোহিত-কোহলিরা পারবে, তবেই সুযোগ পাবে। কিন্তু আমার মনে হয় ওরা খেলবে না।”
আরও পড়ুন: WTC ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, প্রভাব পড়বে আইপিএলে?
তবে সানি এও জানিয়ে দিয়েছেন, দুই মহাতারকা যদি পরের বছর ভালো ফর্মে থাকে, সেঞ্চুরি করতে থাকে তাহলে ঈশ্বরও তাঁদের বিশ্বকাপের দল থেকে বাদ দিতে পারবে না। সমস্যা হল বয়স। ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ এবং কোহলির ৩৮। কোহলির ফিটনেস নিয়ে সমস্যা নেই কিন্তু রোহিতের আছে। আইপিএলে তিনি শুধু ব্যাটিং করছেন, তাঁকে ফিল্ডিং করানো হচ্ছে না।
এদিকে গোটা ক্রিকেট বিশ্ব কোহলির টেস্ট-অবসরের সিদ্ধান্তে অবাক হলেও অবাক হননি গাভাসকর। তিনি সাফ জানালেন, কারও খেলা বা না খেলার সিদ্ধান্ত সম্পূর্ন তার নিজের।। তাছাড়া অস্ট্রেলিয়ায় যা হয়েছে তাতে ভারতীয় দলে বড়সড় বদল হতই। তাই কোহলির সিদ্ধান্তে অবাক হইনি। প্রসঙ্গত বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও তারপর থেকে গোটা সিরিজে ব্যর্থ হয়েছিলেন কোহলি। রোহিতের অবস্থা ছিল আরও খারাপ।
দেখুন অন্য খবর: