টোকিওয় ভারতীয় প্যারালিম্পিয়ানদের দাপুটে পারফরম্যান্স অব্যহত| দ্বিতীয় সোনা ভারতের| জ্যাভলিন থ্রোয়িংয়ে সোনা জিতলেন সুমিত আনটিল| এফ সিক্সটি ফোর বিভাগে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি|
প্যারালিম্পিক্সের জ্যাভলিন থ্রোয়িংয়ে এখনও পর্যন্ত সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঁঝারিয়া| তবে তিনি বিশ্বরেকর্ড তৈরি করতে পারেননি| ২০২১ সালে সেটাই করে দেখালেন সুমিত|
জ্যাভলিন থ্রোয়িংয়ের ফাইনালে নেমে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি| প্রথম থ্রো থেকেই সকলকে বহু যোজন পিছনে ফেলে দিয়েছিলেন| তাঁর প্রথম থ্রোতেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন|
দ্বিতীয় থ্রোতে নিজই ভাঙেন নিজের রেকর্ড| সেইসঙ্গে সোনাও নিশ্চিত করে ফেলেন তিনি| কয়েকদিন আগেই টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া|
সেই ধারা বজায় রইল প্যারালিম্পিক্সের মঞ্চেও| অবনীর পর সুমিতের গলাতেও উঠল সোনার পদক| তাঁর সোনা জয়ের পরই শুভেচ্ছা বার্তার ঢল সোশ্যাল মিডিয়াতে|
Our athletes continue to shine at the #Paralympics! The nation is proud of Sumit Antil’s record-breaking performance in the Paralympics.
Congratulations Sumit for winning the prestigious Gold medal. Wishing you all the best for the future.— Narendra Modi (@narendramodi) August 30, 2021
Congratulations to Sumit Antil for winning the gold medal in Men's Javelin Throw F64 event at #TokyoParalympics.
We are in complete admiration of your record-breaking performance! The entire nation is extremely proud of you and your achievements.
— Mamata Banerjee (@MamataOfficial) August 30, 2021