দুবাই: চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ তিনি| স্বস্তি ফিরিয়ে নাইট শিবিরে শুভমন গিল| প্লে অফের আশাই এখন তাঁর চোখে|
২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে কলকাত নাইট রাইডার্স| দীর্ঘ একটা বিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল| এই বিরতিটাই ঘুরে দাঁড়ানোর রসদ জুগিয়েছে তাদের| বিরটদের হারিয়েই প্লে অফের পথ এগোতে চায় নাইট বাহিনী|
দুবাই পৌঁছনর পর গিল জানান ‘এই বিরতিটা আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল| নিজেদর ভুল থেকে শিক্ষা নিয় ঘুরে দাঁড়ানোর সময় পেয়েছি| এগুলো কাজে লাগিয়ে শেষ চারে পৌঁছনোর রাস্তা খুলতে চাই আমরা|
দুবাই পৌঁছলেও আপাতত টিম হোটল ছদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে গিলকে| তাঁকে নিয়ে নাইটদের দেশীয় ব্রিগেড পৌঁছে গিয়েছে সেখানে| শীঘ্রই এবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে চান শুভমন গিল| অন্যদিকে দু একদিনের মধ্যেই নাইট শিবিরে যোগ দেবেন অধিনায়ক ইয়ন মর্গ্যান|
বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরই যোগ দেবেন শাকিব সহ অন্যান্য নিউজিল্যান্ড ক্রিকেটাররা|