স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে বিদায় ঘটেছে বিরাট কোহলি (Virat Kohli) যুগের। বিসিসিআই-এর (BCCI) অনুরোধ সত্ত্বেও লাল বলের খেলা থেকে সরে দাঁড়ালেন তিনি। আসন্ন ইংল্যান্ড সফরটায় খেলতেই পারতেন, কিন্তু রোহিত শর্মার (Rohit Sharma) পদাঙ্ক অনুসরণ করলেন বিরাট। সাদা বলের ক্রিকেটে ‘কিং’ লাল বলেও কামাল দেখিয়েছেন। অন্য দুই ফর্ম্যাটে যেমন বাকিদের থেকে অনেক এগিয়ে এই ফর্ম্যাটে তেমন নয়। কোহলির থেকে এগিয়ে স্টিভ এবং জো রুট।
তবু তাঁর রেকর্ড বই যে কোনও ব্যাটারের কাছে ঈর্ষার। এক নজরে দেখে নেওয়া যাক সাদা জার্সিতে কোহলির পরিসংখ্যান।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি
১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন কোহলি, তাতে ছিল ২১০টি ইনিংস। এই সংখ্যক ইনিংসে মোট ৯২৩০ রান করেছেন ডানহাতি ব্যাটার। এর মধ্যে শতরান আছে ৩০টি এবং অর্ধশতরান ৩১টি। এক ইনিংসে কোহলির সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। টেস্ট কেরিয়ারের তাঁর গড় ৪৬.৮৫ এবং স্ট্রাইক রেট ৫৫.৫৭। শেষ দুই-তিন বছরে রানের খরা না চললে গড় ৫০-এর উপর থাকত। টেস্ট কেরিয়ারে মোট ১৩ বার অপরাজিত থেকেছেন কোহলি।
কিছুদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, একই পথে হাঁটতে চলেছেন বিরাটও। এও জানা যায়, বিসিসিআই-এর (BCCI) তরফে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে, অন্তত আসন্ন ইংল্যান্ড সফরে যেন যান তিনি। কারণ দু’জন সিনিয়র একসঙ্গে সরে গেলে ব্যাটিং অর্ডারে বড় রকমের শূন্যস্থান তৈরি হবে। অভিজ্ঞতার অভাব তো হবেই।
দেখুন অন্য খবর: