আসালঙ্কা ও রাজাপক্সের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করল শ্রীলঙ্কা| প্রথম ম্যাচেই ৫ উইকেটে জিতল দাসুন শানাকার দল|
এবারের টি টোয়ন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে যাওয়ার সুযোগ মেলেনি দুই দলেরই| যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে পৌঁছতে হয়েছিল মূলপর্বে| সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছিল দুই দল| সেই ম্যাচে লড়াইটা হাড্ডহাড্ডি হলেও, শেষপর্যন্ত শ্রীলঙ্কান অধিনায়কের মুখেই ফোটে জয়ের হাসি|
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক| শুরু থেকেই শ্রীলঙ্কা বোলারদের টাইট বোলিং| ৫৬ রানের মধ্যে শাকিব, লিটন দাসের মতো দুই তারকাকে ফিরিয়েও দেন লঙ্কান বোলাররা| কিন্তু কম রানের মধ্যে তাদর বেঁধে রাখাটা সম্ভব হয়নি|
মহম্মদ নাইম এবং মুশফিকুর রহিমের ব্যাটেই শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই ফেরে বাংলাদেশ| ৫৬ রানে ২ উইকেট থেকে তাদের হাত ধরেই দেড়শো রানর গন্ডী টপকায় বাংলাদেশ| শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের লক্ষ্য দেয় তারা|
শুরুতেই দুই ওপেনার চূড়ান্ত ব্যর্থ| কুশল পেররা ফেরেন ১ রানে| নিসাঙ্কা ফেরেন ২৪রানে| এই জায়গা থেকেই শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরানোর কাজটা শুরু করেন আসালঙ্কা| সঙ্গে যোগ্য সঙ্গত রাজাপক্সের| আর তাদের হাত ধরেই বাংলাদেশ বধ সম্পূর্ণ শ্রীলঙ্কার| আসালঙ্কা করেন ৮০ এবং রাজাপক্সের রান ৩১ বলে ৫৩|
এদিন হারের মঞ্চেও অবশ্য রেকর্ড গড়লেন শাকিব অল হাসান| টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিলেন তিনি|