কলকাতা: ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব (Kapil Dev)। কিন্তু, রবিবার ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ পাননি তিনি। এতে একপ্রকার হতবাক ক্রিকেটপ্রেমীরা। অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) বেশ ক্ষুব্ধ। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া পেজে লেখেন, স্যার নিশ্চয়ই আপনার PR স্কিল খারাপ, ইনস্টাতে লক্ষ লক্ষ ফলোয়ার নেই বা রাজনৈতিক ব্যাক আপ নেই… অতএব সহ্য করুন স্যার মানুষের স্মৃতিশক্তি এখন প্রবল ক্ষীণ… আর হ্যাঁ, চিন্তা নেই স্যার আপনি মারা গেলে এই লোকগুলোই সবার আগে পৌঁছবে (ক্ষমা করবেন আমায়, অনেক জ্বালা থেকে বলা)।”
বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তাঁর কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমাকে কেউ ফোনই করেনি। তাই আমি আর যাইনি। আমি চেয়েছিলাম ৮৩-র গোটা দলটা যেন সেখানে উপস্থিত থাকে। তবে এটা বড় একটা যজ্ঞ। বিভিন্ন ইভেন্ট সামাল দিতে ব্যস্ত সবাই। কখনও কখনও ভুল হয়ে যায়।” দেশে প্রথম বিশ্বকাপ আনা অধিনায়কের প্রত্যেক কথায় অভিমান স্পষ্ট।
আরও পড়ুন: ম্যাচ হেরে যাওয়ার পরও টিম ইন্ডিয়ার উদ্দেশে বিশেষ বার্তা কিং খানের
উল্লেখ্য, রবিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আশা ভোঁসলের মতো বলিউড তারকারা। গ্যালারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা যায়। কিন্তু ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি ছিলেন না। ম্যাচ শুরুর আগে মাঠে কাপ নিয়ে গিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। রবিবার শাস্ত্রী, শ্রীকান্ত, গাভাসকররা ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে। বিসিসিআই সভাপতি রজার বিনি স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।
দেখুন আরও অন্য খবর: