শেষ পর্যন্ত শ্রী সিমেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি জট কি মেটার পথে?
কারণ যে ই মেলের জন্য গত কদিন ধরে হা পিত্যেশ করে বসে আছে ইস্ট বেঙ্গল, শ্রী সিমেন্টের সেই ই মেল সোমবার এসেছে ক্লাবে। ১৫৩ পাতার ই মেল পাওয়ার কথা জানিয়ে শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ” একটু আগে আমাদের কাছে শ্রী সিমেন্টের মেল এসেছে। আমরা সেটা আমাদের আইনজীবীদের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন ওরা কী বলেন তার উপরে আমাদের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নেবে। যদি সাতটি পরিবর্তনকে ওরা নতুন এগিমেন্টের মধ্যে অর্ন্তগত করে পাঠায় তা হলে আমাদের সই না করার কোনও কারণ নেই। তবে পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের আইনজীবীরা কী বলছেন তার উপর। আমরা তো খোলা মন নিয়ে বসে আছি। এখন শ্রী সিমেন্ট কী মনোভাব দেখিয়েছে সেটা ওরাই জানে।”
যে দুটি ব্যাপারে এখনও ঐক্যমতভ হয়নি দু পক্ষ তা হল (১) ইস্ট বেঙ্গলের ক্লাব, মাঠ এবং অন্যান্য স্থাবর সম্পত্তির মালিকানা সত্ত্ব লিখে দিতে হবে শ্রী সিমেন্টকে এবং (২) ক্লাবের সদস্যদের তালিকা তিন মাস অন্তর পাঠাতে হবে শ্রী সিমেন্টকে। এখন এই দুটো বিষয় নিয়ে যদি শ্রী সিমেন্ট যদি নমনীয়তা দেখায় তাহলে চুক্তি সই হতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। দেরিতে হলেও যে সমস্যা মিটতে চলেছে, এতে স্বস্তির আবহাওয়া ক্লাবের অর্ন্তমহলে।