স্যান সিরোঃ ফেরান তোরেসের জোড়া গোলে থেমে গেল ইতালির বিজয়রথ| প্রায় আড়াই বছর অপরাজিত থাকার পর মানচিনির দল প্রথমবার হারের স্বাদ পেল নেশনস লিগের মঞ্চে| স্পেনের কাছে ২-১ গোলে হার এবারের ইউরোপ সেরাাদের|
২০১৮ সালের ডিসেম্বরে পর্তুগালর কাছে শেষবার হরেছিল ইতালি| মানচিনির হাত ধরে এরপর থেকে আর কখনও হারের স্বাদ পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা| টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল আজ্জুরিরা|
ইউরো কাপের মতো মঞ্চেও তারা ছিল অপরাজিত| বুধবার ভারতীয় সময় মাঝরাতে নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে নমেছিল মানচিনির ইতালি| কিন্তু এদিন আর স্পেনকে আটকাতে পারেনি তারা|
🇪🇸 Will there be a better goal than this sensational Spain effort at the finals? ⚽️#UNLBestGoal | @GazpromFootball pic.twitter.com/q5JlKtxwBh
— UEFA EURO (@UEFAEURO) October 6, 2021
ম্যাচের শুরু থেকেই বরং ছিল স্পেনেরই দাপট| প্রথম গোল ১৭ মিনিটে| প্রথমার্ধ শেষ হওয়ার মুহূর্তে ফের সেই তোরেসের গোল| এরইমাঝে ইতালির অধিনায়ক লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন| স্পেনের জয় কার্যত প্রথমার্ধেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল| কিন্তু ইতালিও সহজে হাল ছেড়ে দেওয়ার দল ছিল না|
বিরতির ১০ জনের ইতালি ছিল বেশি ভয়ঙ্কর| একজনের অনুপস্থিতিতি যেন বোঝাই যাচ্ছিল না ইতালিয়ানদের ফুটবল দেখে| স্পেনও তচখন আক্রমণের থেকে রক্ষণেই বেশি জোর দিয়েছিল| যদিও ইতালি সুযোগ পায়নি এমন নয়, শুধু ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেনি|
Italy's suffer first competitive defeat on home soil since September 1999. #NationsLeague pic.twitter.com/9vUBJY11gn
— UEFA EURO (@UEFAEURO) October 6, 2021
ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে পেলিগ্রিনির গোল| তাতে অবশ্য বিশেষকিছু হয়নি| ব্যবধান কমেছিল| কিন্তু স্পেনকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না| ইতালিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে এখন স্পেন|