জোহানেসবার্গ: প্রোটিয়াদের মাটিতেই এবার নিউ ইয়ার সেলিব্রেশন বিরাটদের৷ টি টোয়েন্টি বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যারাথন সিরিজ ভারতের৷ বৃহস্পতিবার সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট সাউথ আফ্রিকা৷ আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামবে ভারত৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, একদিন এবং চারটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত৷ ম্যরাথন এই সফর শুরু হবে আগামী ১৭ জিসেম্বর থেকেই৷ চলতি বছরেরই সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের৷
কিন্তু আইলপিএলের জন্য শেষ পর্যন্ত তা পিছিয়ে দিতে হয়েছিল৷ এছাড়া ২০২০ সালে ভারতেক মাটিতে বৃষ্টি এবং তারপর করোনার জন্য ভেস্তে গিয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ৷
শেষপর্যন্ত আগামী ডিসেম্বরেই প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নামবে ভারত৷ টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর৷ প্রথম দুটি টেস্ট হবে জোহানেসবার্গ এবং শেষ টেস্ট হবে সেঞ্চুরিয়নে৷
এরপর একদিন এবং টি টোয়েন্টি সিরিজ৷ সব মিলিয়ে প্রোটিয়াদের মাটিতেই হবে ভারতের ক্রিসমাস পার্টি৷