কলকাতা টিভি ওয়েবডেস্ক: টেস্টের তোরজোর শুরু দক্ষিণ আফ্রিকার(India vs South Africa)| ভারত(Team India) অ্যাওয়ে সিরিজের দল ঘোষণা না করলেও, মঙ্গলবারই ঘরের মাঠে সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা| প্রোটিয়া শিবিরের অধিনায়ক ডিন এলগার| সহ অধিনায়কের দায়িত্বে টেম্বা বাভুমা|
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হঠাত্ই দেখা মেলে দক্ষিণ আফ্রিকায়| সিরিজ হওয়া নিয়ে দেখা দেয় নতুন করে জটিলতা| ভারত দল পাঠাবে কিনা তা নিয়েও বিস্তর জল্পনা চলে| অবশেষে সিরিজ হওয়ার ব্যপারেই গ্রীন সিগলান দেয় বোর্ড| সিরিজে খানিকটা কাটছাট করলেও, শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ও একদিনের সিরিজ খেলতে যাচ্ছেন বিরাট কোহলিরা|
#Proteas SQUAD ANNOUNCEMENT 🚨
2️⃣ 1️⃣ players
Maiden Test call ups for Sisanda Magala and Ryan Rickelton 👍
Duanne Olivier returns 🇿🇦Read more here ➡️ https://t.co/ZxBpXXvQy1#SAvIND #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/6rIDzt1PuO
— Cricket South Africa (@OfficialCSA) December 7, 2021
তবে করোনার জন্য আরও পাকাপোক্ত ব্যবস্থা করার জন্য এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ| ১৭-র বদলে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ| প্রথম ম্যাচই হবে সেঞ্চুরিয়নে|
সোমবারই পরিবর্তিত সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা| যেখানে দ্বিতীয় টেস্টটি হবে জোহানেসবার্গে| ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দলও ঘোষণা করে দিল প্রোটিয়া শিবির| ক্রিসমাসের পরই ঘরের মাঠে প্রথম টেস্টে নামবে প্রোটিয়া শিবির|
তাই প্রস্তুতিতে এখন থেকেই কোনও খামতি রাখতে চাইছে না তারা| এখনও পর্যন্ত ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা| এবারও সেই ধারাই বিরাট কোহলিদের বিরুদ্ধে অব্যহত রাখতে চায় তারা|