কলকাতা টিভি ওয়েবডেস্ক ব্যাটসম্যানদের থেকে পর্যাপ্ত রান না আসাতেই পাকিস্তানের বিরুদ্ধে এমন হার ভারতের| অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়| যদিও ভারতীয় দল নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি| বিরাটরা ঘুরে দাঁড়াতে পারবেন বলেই মনে করেন বোর্ড সভাপতি|
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের কাছে প্রথম হার ভারতের| বিরাট কোহলিরা ১৫১ রান করেন পাকিস্তানের বিরুদ্ধে| ১৩ বল বাকি থাকতেই যে রান তুলে প্রথম জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান| তাও আবার ১০ উইকেট হাতে নিয়ে| ১৯৮৩ সালের টেস্টের পর এটাই প্রথম ১০ উইকেটে হার|
যা নিয়ে বিস্তর জলঘোলা চলছে এখনও পর্যন্ত| প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার মুখ খুললেন তা নিয়ে| হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘জয়ের জন্য যে রান প্রয়োজন ছিল তা ভারতীয় দল করতে পারেনি| সেইসঙ্গে ব্যাকআপ হিসাবে কোনও ষষ্ঠ বোলার দলে নেই| হার্দিক বল করতে না পারলে, সেই জায়গায় অন্য কাউকে দিয়ে বল করানোর সুযোগ কম| এছাড়াও কোনও বোলারের খারাপ পারফরম্যান্স গেলে, সেখানেও অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না’|
ভারত-পাকিস্তান ম্যাচের পরবর্তী অবস্থা নিয়ে তিনি আরও জানিয়েছেন, ‘পাকিস্তানের কাছে হার নিয়ে অনেককিছুই চলছে| যদিও আমি এটা নিয়ে বেশি ভাবছি না| খেলায় এটা হতেই পারে| প্রত্যেকেই হারে| এখান ভারত ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী আমি’|
পাকিস্তানের কাছে হারের পর থেকেই চলছে কাটাছেঁড়া| যদিও প্রাক্তন ক্রিকেটারদের পাশে পেয়েছেন বিরাট কোহলিরা| এবার খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁর মতামত জানিয়েছে দিয়েছেন| টিম ইন্ডিয়া শিবিরে স্বস্তি আবহ আনতে যা হয়ত যথেষ্ট|