কলকাতা: ইডেনের বাইশগজে একদলে সৌরভ(Sourav Ganguly)-আজহারউদ্দিন| দাদার অধিনায়কত্বে প্রিয় ইডেন গার্ডেন্সে নামলেন আজহারউদ্দিন| আর ঘরের মাঠে আবারও সেই চেনা ছন্দে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে| দীর্ঘদিন পর ফের ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে নামলেন সৌরভ| দেখাগেল আবারও দাদার সেই চেনা স্টেপআউট| না কোনও আন্তর্জাতিক ম্যাচ নয়| প্রদর্শনী ম্যাচে ফের একবার ইডেনে নেমেছিলেন প্রিন্স অব ক্যালকাটা| বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে|
শনিবার কলকাতায় বোর্ডের ৯০ তম বার্ষিক সাধারণ সভা| তার আগে বোর্ডের সমস্ত কর্তাদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন হয়েছিল ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে| করোনা অতিমারির জন্য দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে| সৌরভের ব্যাট হাতে ছবি দেখেই আপ্লুত সকলে|
বোর্ড সভাপতি একাদশে এদিন একদলে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিন| সৌরভের অধিনায়কত্বে কোনওদিন খেলেননি তিনি| ইডেন গার্ডেন্স সেটারও স্বাক্ষী হয়ে রইল এদিন| ইডেন বরাবরই আজহারের প্রিয় মাঠ| সেই মাঠেই আজহারের অধিনায়ক এবার সৌরভ| দুই তারকারই ব্যাটের ঝলক ফের একবার দেখা গেল ইডেনে|
সৌ: সিএবি
প্রদর্শনী ম্যাচ হলেও এদিন দুই দলের সদস্যদের মধ্যে ছিল টান টান উত্তেজনা| তবে সবার চোখ ছিল একজনের দিকেই| কখন মাঠে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়| বল হাতেও যেমন সফল, তেমন ব্যাট হাতেও ফের দেখা গেল সেই পুরনোদিনের ঝলক| সৌরভের দলেই ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও|
The teams of President's XI and Secretary's XI comprising of #BCCI members at #EdenGardens. BCCI President @SGanguly99 and BCCI Secretary @JayShah during the toss.#CAB pic.twitter.com/YAAzY7yg8A
— CABCricket (@CabCricket) December 3, 2021
৩৫ রানের ইনিংসে জোড়া ছয় মারলেন ইডেন গার্ডেন্সে| মারলেন ওভার বাউন্ডারিও| তবে একটাই আফসোস, জয় শাহ-র দলের কাছে জিততে পারলেন না| প্রথমে ব্যাট করে জয় শাহ-র বোর্ড সচিব একাদশ করে ১২৮ রান| মাত্র ১ রানেই হেরে যায় সৌরভের দল|