দুবাই: আইপিএলের উঠতি তারকাদের মধ্যে এখন অন্যতম নাম ভেঙ্কটেশ আইয়ার| নতুন নাইট যোদ্ধা আইয়ারকে নিয়ে আলোচনা এখন সকলের মুখে| আর সেই তরুণ তারকার জীবনের রোল মডেল সৌরভ গঙ্গোপাধ্যায়| তাঁকে দেখেই ক্রিকেট শেখা| সেই সৌরভের কেকেআরে ডাক পাওয়ার পর খেলতে পরেই মুগ্ধ ভেঙ্কটেশ আইয়ার|
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা আবিষ্কার ভেঙ্কটেশ আইয়ার| ব্যাট হাতে নাইটদের চেহারাটাই বদলে দিয়েছেন তিনি| বিশেষ করে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে| বুমরা, বোল্টদের মতো তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে ঝোরো ইনিংস খেলেছেন| ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি|
এরপর থেকেই ভেঙ্কটেশকে নিয়ে নানান আলোচনা| রাহুল ত্রিপাঠির সঙ্গে আলোচনায় অবশেষে নিজের মনের কথা জানালেন ভেঙ্কটেশ আইয়ার| ছোট থেকেই তাঁর অনুপ্রেরণা সৌরভ গঙ্গোপাধ্যায়| তাঁকে দেখেই ক্রিকেট খেলার ইচ্ছা আরও তীব্র হয়| সৌরভের মতো ব্যাট করবেন বলেই, ডানহাতি থেকে বাঁহাতি হয়েছিলেন|
Want to get to know @KKRiders' newest batting sensation Venkatesh Iyer❓
Stop everything & watch his post-match chat with @tripathirahul52. 😎 😎 – By @28anand
Full interview 🎥 👇 #VIVOIPL #MIvKKR https://t.co/dTAlRQ2eM3 pic.twitter.com/aSQ8gqaNof
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
প্রিয় তারকার খেলা দেখার সুযোগ কখনই হাতছাড়া করতেন না| হয়ত সামনা সামনি দেখা হওয়ার সুযোগ এখনও হয়নি, কিন্তু বিশ্ব ক্রিকেটর দাদাকেই নিজের গুরু বলে মেনে নিয়েছেন| তাই তো আইপিএলেও কেকেআর ছাড়া আর কোনও দল পছন্দও ছিল না ভেঙ্কটেশ আইয়ারের|
নাইট রাইডার্সের সঙ্গে সৌরভের এখন আর কোনও যোগ নেই| কিন্তু একসময় এই দলে তিনি অধিনায়ক ছিলেন| তাই তো সুযোগ পাওয়ার পর থেকেই নিজেকে প্রমান করতে মরিয়া ছিলেন নাইট শিবিরের এই তরুণ তারকা| পরপর দু ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ভেঙ্কটেশ|
ভারতীয় ক্রিকেটের দাদার দলে সুযোগ পেয়ে এখনও অনেকটা পথ এগোতে হবে তাঁকে| সেই লক্ষ্যেই রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার|