ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট হওয়া নিয়ে সংশয়ে খোদ বোর্ড সভাপতি৷ তাতেই বাড়ছে ক্রমশ উদ্বেগ৷ ম্যাঞ্চেস্টারে আদৌ কি নামতে পারবেন বিরাট কোহলিরা৷
বৃহস্পতিবারই করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের সহকারী ফিজিও যোগেশ পারমার৷ অনুশীলন বাতিল হয়েছে ভারতীয় দলের৷ এরপর এই জল্পনা শুরু হওয়া ছিল সময়ের অপেক্ষা৷ আর সেই জল্পনা আরও উষ্কে দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়৷
ম্যাঞ্চেস্টারে ম্যাচ হওয়া নিয়ে খোদ অনিশ্চয়তার মধ্যে বোর্ড সভাপতি সৌরভ গহ্গোপাধ্যায়৷ সংবাদ সংস্থা পিটিআইকেও এমনটাই জানিয়েছেন তিনি৷ শোনাযাচ্ছে ইতিমধ্যে দুই বোর্ডের মধ্যে আলোচনাও শুরু হয়ে গিয়েছে৷ তবে পুরো ব্যাপারটা অবশ্য এখনও পরিষ্কার নয়৷
We don't know if match will happen at this moment: BCCI President Sourav Ganguly after Indian physio tests COVID positive ahead of 5th Test
— Press Trust of India (@PTI_News) September 9, 2021
এমন পরিস্থিতির জন্য এবছরই আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বোর্ড৷ সেরকমই পরিস্থিতে দেখা দিয়েছে এবার ভারত বনাম ইংল্যান্ড সিরিজেও৷ সামনেই রয়েছে আইপিএল৷ সিরিজের পর সেখানে যোগ দেবেন ক্রিকেটাররা৷ তার আগে একের পর এক ভারতীয় দলের সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়াটাই স্বাভাবিক৷
এখন শুধুই অপেক্ষা৷ ম্যাঞ্চেস্টার সিরিজে ভারতীয় দল নামতে পারে কিনা সেটাই দেখার৷