এখন অনেকটাই সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। সিএ্রবির সচিব শুক্রবার সন্ধ্যা থেকে শরীরে অস্বস্তি বোধ করতে থাকেন। রাত বাড়তেই সমস্যা বাড়তে থাকে। বেহালা বাড়ি থেকে কাছের এক প্রাইভেট নার্সিংহোমে গভীর রাতে ভর্তি করা হয় স্নেহাশিসকে। শুরুতে আই সি সি ইউতে রাখা হলেও এখন সাধারণ বেডে রয়েছেন। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, এখন তিনি স্থিতিশীল। এবং রবিবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হয়েছে।
ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় এ্খন ইংল্যান্ডে। তিনি জানতে পেরে ফোনে কথা বলেন ডাক্তার এবং পরিবারের কয়েকজনের সঙ্গে। কথা বলেন, বাল্যবন্ধু সঞ্জয় দাস ও জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গেও। ওঁরা সারাক্ষণ দেখাশুনো করছেন স্নেহাশিসের।
আরও পড়ুন: BCCI: জুনিয়র জাতীয় নির্বাচক হচ্ছেন বাংলার রণদেব বোস
সৌরভের দাদার শরীরে জ্বর ছিল। পেটে যন্ত্রণা হতে থাকে। বমিও হতে থেকে। তাই কোভিড পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। গত জানুয়ারি মাসে স্নেহাশিসের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল। তখন বাইপাসের ধারে অন্য এ্কটি বেসরকারি হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। এবং স্টেন্ট বসানোও হয়।
জেঠুকে দেখতে গিয়েছিলেন সৌরভ কন্যা সানাও। এ্ররপর লন্ডনে বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন সানা। আপাতত স্নেহাশিসকে অবজারভেশনে রেখেছেন ডাক্তাররা। রবিবার তাঁকে ছাড়া হতে পারে।
ফাইল চিত্র ।